বায়ার লেভারকুজেনকে দেখা যায়নি আগের রূপে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে বিবর্ণ দেখা যায় তাদের।
গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লেভারকুজেনকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। দলটির হয়ে জোড়া গোল করেন হ্যারি কেইন। বাকি গোলটি করেন তরুণ জামাল মুসিয়ালা। আরেক ম্যাচে পিএসজিকে ১-০ ব্যবধানে হারায় লিভারপুল। শেষদিকে গিয়ে এই গোলটি করেন হার্ভে এলিয়ট।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি বায়ার্ন। নবম মিনিটে দলকে এগিয়ে নেন কেইন। মাইকেল ওলিসের ক্রস থেকে হেডে গোলটি করেন তিনি। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পান তারা। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি। বিরতির পর ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুসিয়ালা। জসুয়া কিমিখের ক্রস থেকে টোকায় জালে পাঠান তিনি।
৭৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ান কেইন। ডি-বক্সে তাকে ফাউল করেন লেভারকুজেন ডিফেন্ডার এডমন্ড। পরে ভিএআর থেকে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সফল স্পট কিকে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন ইংলিশ স্ট্রাইকার।
একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে পার্ক দেস প্রিন্সেসে আলিসনের হাত ধরে রক্ষা পায় লিভারপুল। ম্যাচজুড়ে ২৭টি শট নেয় পিএসজি। যার ১০টিই থাকে লক্ষ্যে। সব প্রচেষ্টা ব্যর্থ করে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। আর লিভারপুল স্রেফ একটি শটই নেয়। আর সেটিই গোলে পরিনত করেন বদলি নামা এলিয়ট। আলিসন ও নুনেসের সহায়তায় ৮৭তম মিনিটে গোলটি করেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
আরইউ