ঢাকা, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১, ১৫ মার্চ ২০২৫, ১৪ রমজান ১৪৪৬

ফুটবল

লম্বা সময় পর ফ্রান্স দলে এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
লম্বা সময় পর ফ্রান্স দলে এমবাপ্পে ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের জাতীয় দলে না থাকা নিয়ে কম জলঘোলা হয়নি এর আগে। এমনকি কোচ দিদিয়ের দেশমকেও নিয়ে হয়েছিল সমালোচনা।

সব কিছু কাটিয়ে লম্বা সয় পর জাতীয় দলে ফিরেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।  

নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলে ফিরবেন তিনি। নেতৃত্বের ভারও থাকবে তার কাঁধে। দল ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করেছেন দেশম। সবশেষ বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ওই ম্যাচে স্রেফ ২৩ মিনিট খেলেন। পরে লম্বা সময় ধরে থাকেন জাতীয় দলের বাইরে।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার অঁরিলিয়ে চুয়ামেনি। এছাড়া ডাক পেয়েছেন পিএসজির হয়ে উড়ন্ত ফর্মে থাকা উসমান দেম্বেলে। জায়গা পেয়েছন তরুণ ফরোয়ার্ড দিসায়ার দুয়েও।

ক্রোয়েশিয়ার স্পিট স্টেডিয়ামে ২১ মার্চ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে ফ্রান্স। দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ মার্চ।

একনজরে ফ্রান্স স্কোয়াড:
গোলরক্ষক: মাইক মাইগনান, লুকাস শেভালিয়ার, ব্রাইস সাম্বা
ডিফেন্ডার: জোনাথন ক্লস, জুল কুন্দে, উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, দায়োত উপামেকানো, বেঞ্জামিন পাভার্দ, থিও হার্নান্দেস, লুকাস দিগনে
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, অঁরিলিয়ে চুয়ামেনি, মাতেও গুয়েন্দুজি, মানু কোনে, আদ্রিয়েন রাবিওত, ওয়ারেন জাইরে-এমেরি
ফরোয়ার্ড: দিসায়ার দুয়ে, ব্রাদলি বারকোলা, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, কোলো মুয়ানি,  মাইকেল ওলিসে, মার্কাস থুরাম।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।