বাংলাদেশের জার্সিতে খেলতে গতকাল বাংলাদেশে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। তার পাশাপাশি আসার কথা ছিল আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামেরও।
সৌদি আরবে জামালদের সঙ্গে ক্যাম্পে ছিলেন ইতালি প্রবাসী তরুণ ফুটবলার। অনুশীলনেও দারুণ খেলেছেন তিনি। কিন্তু তাকে দেশে আনা হয়নি। সৌদি থেকেই ইতালিতে ফেরত পাঠানো হয়েছে তাকে। এ নিয়ে দেশের ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে।
এবার ফাহমিদুলকে না আনার কারণ ব্যাখ্যা করেছেন জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। সৌদি থেকে দেশে ফিরে তিনি বলেন, ‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরো কিছু সময় প্রয়োজন। ’
অথচ ইতালিয়ান ফুটবলে ৪র্থ ডিভিশনে খেলা ফাহমিদুলকে খুঁজে বের করেছিলেন কাবরেরাই। তার ইচ্ছাতেই সৌদির ক্যাম্পে রাখা হয়েছিল ১৮ বছর বয়সী এই উদীয়মান ফুটবলারকে। এমনকি অনুশীলনে গোলের হ্যাটট্রিক করেছিলেন তিনি। এমন একজন খেলোয়াড়কে বাদ দেওয়ায় হতাশ সমর্থকরা।
কিন্তু কাবরেরার মতে, ফাহমিদুলের আরও সময় লাগবে। এই স্প্যানিশ কোচ বলেন, ‘দলের সবার সঙ্গে সৌদির অনুশীলনটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। তবে এই মুহুর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরো সময় প্রয়োজন। ’
ফাহমিদুলকে এখনই দলে দেখতে না চাইলেও হামজাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত কাবরেরা। গতকাল ম্যানচেস্টার থেকে সিলেটে আসা এই মিডফিল্ডারকে ঘিরে দেশের ফুটবলে একধরনের আনন্দের জোয়ার বইছে। আজ রাতে ঢাকায় আসবেন তিনি। এরপর আগামীকাল যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে।
২৭ বছর বয়সী হামজার সঙ্গে অনুশীলন করতে জাতীয় দলের বাকিরাও মুখিয়ে আছেন বলে জানিয়েছেন কাবরেরা, ‘দলের সবাই তার সঙ্গে অনুশীলন করতে মুখিয়ে আছে। প্রতি সপ্তাহেই তার সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমরা এক সঙ্গে ভারতকে হারানোর পরিকল্পনা করব। আগের যে কোনো সময়ের চেয়ে দল এখন শক্তিশালী। হামজা আসায় আমাদের স্পিরিট অবশ্যই বেড়েছে। ’
আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে অভিষেক হবে হামজার। তবে ফাহমিদুলের অভিষেক এখনই হচ্ছে না, তা নিশ্চিত।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
এমএইচএম