ঢাকা, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

ফুটবল

হামজাকে নিয়েই বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
হামজাকে নিয়েই বাংলাদেশের দল ঘোষণা ছবি: বাফুফে

বাংলাদেশের ফুটবলে বয়ে গেছে ঝড়। ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলামের দুর্দান্ত অনুশীলনের পরেও দেশে ফেরানো হয়নি।

এ নিয়ে হয়ে গেছে আন্দোলনও। পরে অবশ্য বাফুফে সভাপতির সঙ্গে বৈঠকে মিটমাট করে ফুটবল সমর্থকরা। এসব কিছু ছাপিয়ে দল ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা। দলে রাখা হয়নি পিয়াস নোভা, আরিফ হোসেন এবং তাজউদ্দিনকে।

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আগামী মঙ্গলবার ভারতের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে নামবে বাংলাদেশ। ম্যাচটি খেলতে আজ সকাল ৯টায় রওনা দিয়েছে বাংলাদেশ দল। ওই নির্ধারিত সময়েরও আধা ঘন্টা পরই দল ঘোষণা করে বাফুফে।

২৪ সদস্যের এই স্কোয়াডে রয়েছেন হামজা চৌধুরি। দেশের হয়ে প্রথমবার প্রতিনিধিত্ব করবেন লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার।  

একনজরে ভারত সফরের বাংলাদেশ দল:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: শাকিল আহাদ, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন
মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন, রাকিব হোসেন

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।