ঢাকা, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

ফুটবল

ভারতের বিপক্ষে খেলতে শিলংয়ে হামজারা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
ভারতের বিপক্ষে খেলতে শিলংয়ে হামজারা

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। সেই ম্যাচ খেলতে বাংলাদেশ সময় সকাল ৯টার ফ্লাইটে ঢাকা থেকে কলকাতার পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল।

সেখানে কয়েক ঘণ্টা যাত্রা বিরতির পর আরেক ফ্লাইটে বিকেল চারটায় শিলংয়ে পৌঁছায় তারা। সেখান থেকে টিম হোটেলে যাওয়ার কথা তাদের।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী প্রথমবার বাংলাদেশের হয়ে খেলবেন। এর আগে তিনি ১৭ মার্চ সিলেটে পৌঁছান। নিজ জেলা হবিগঞ্জে এক রাত কাটিয়ে ১৮ মার্চ রাতে যোগ দেন বাংলাদেশ দলে। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও রাতে এক সেশন অনুশীলন করে সকালে দলের সঙ্গে ভারতের উদ্দেশ্যে রওনা হন।

এর আগে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ২৫ মার্চের ম্যাচকে সামনে রেখে ঢাকা ছাড়ার আগে তিন জন ফুটবলারকে রেখে গেছে দল।  

দল থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড আরিফ ও পিয়াস আহমেভ নোভা এবং ডিফেন্ডার তাজ উদ্দিন। তবে কাবরেরা এখনও ২৩ জনের স্কোয়াড চূড়ান্ত করতে পারনেনি। একজন খেলোয়াড় বেশি নিয়ে গেছেন। ফুটবলে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড হয়। ২৪ মার্চ ম্যানেজার মিটিংয়ে বাদ পড়বেন আরও একজন।  

বাংলাদেশ দল:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল হোসেন, ঈসা ফয়সাল।
মিডফিল্ডার: হামজা দেওয়ান চৌধুরী, চন্দন রায়, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মুজিবর রহমান জনি, শেখ মোরসালিন, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া।
ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, আল আমিন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।