ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের দুর্দান্ত গোলে কলম্বিয়াকে হারিয়েছে ব্রাজিল। যোগ করা সময়ের নবম মিনিটে গোল করে ড্রয়ের দিকে যেতে থাকা ব্রাজিলকে একটি চমৎকার জয় এনে দেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
ব্রাজিলের ঘরের মাঠ ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে শনিবার সকালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে দোরিভাল জুনিয়রের দল।
আক্রমণাত্মক শুরুর পর ষষ্ঠ মিনিটে ব্রাজিল এগিয়ে যায় পেনাল্টি থেকে। কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ ভিনিসিয়ুসকে ফাউল করেন বক্সে। স্পট কিকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন বার্সেলোনার রাফিনিয়া।
এগিয়ে যাওয়ার পর ব্রাজিল বেশ কিছু আক্রমণ করে কলম্বিয়ার রক্ষণে চাপ তৈরি করতে থাকে, কিন্তু আর গোল করতে পারেনি। অপরদিকে, কলম্বিয়া তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি প্রথমার্ধে। তবে স্রোতের বিপরীতে ৪১তম মিনিটে দুর্দান্ত একটি গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান দিয়াজ।
বিরতির পরও ব্রাজিল আক্রমণ চালিয়ে যায়, তবে বেশ কিছু সুযোগ নষ্ট হওয়ার পরও গোল করার সুযোগ আসে ৪৭তম মিনিটে। ভিনিসিয়ুসের আড়াআড়ি শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক কামিলো ভার্গাস।
৭১তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন। তার জায়গায় নামেন বেন্তো। তবে এই সুযোগ কাজে লাগাতে পারেনি কলম্বিয়া। উল্টো সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি।
ম্যাচের শেষ মুহূর্তে যখন মনে হচ্ছিল যে ১-১ ব্যবধানে শেষ হবে, ঠিক তখন ভিনিসিয়ুস জুনিয়র দারুণ গোলে ব্রাজিলের জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে ব্রাজিল পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে, আর কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে নেমে গেছে। ২৬ মার্চ ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এমএইচএম