ঢাকা, শনিবার, ৭ চৈত্র ১৪৩১, ২২ মার্চ ২০২৫, ২১ রমজান ১৪৪৬

ফুটবল

রোনালদোকে ভালোবেসেই ‘সিউ’ উদযাপন করেছেন হয়লুন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
রোনালদোকে ভালোবেসেই ‘সিউ’ উদযাপন করেছেন হয়লুন ছবি: সংগৃহীত

জয়ের খোঁজে ছিল পর্তুগাল। তবে ডেনমার্ক ছিল দুর্দান্ত।

একের পর এক আক্রমণে যায় তারা। শেষদিকে এসে সফলও হলো তারা। ক্রিস্টিয়ানো রোনালদোর সামনেই গোল করে তারই উদযাপনে মেতে উঠলেন গাসমুস হয়লুন। ম্যাচ শেষে অবশ্য জানালেন এটি ছিল না বিদ্রূপ। বরং ভালোবাসারই বহিপ্রকাশ।  

নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গতকাল রাতে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়েছে ডেনমার্ক। একমাত্র গোলটি ৭৮তম মিনিটে করেন হয়লুন। এরপর করেন বিখ্যাত ‘সিউউ’ উদযাপন। যেটি পরবর্তীতে ব্যাপক সমালোচিত হয়। অনেকেই মনে করছেন বিদ্রূপ বা ঠাট্টা করেই হয়লুন এই উদযাপন করেন। কিন্তু ম্যাচ শেষে এই ফরোয়ার্ড জানালেন ভিন্ন কথা।

ডেনমার্কের টিভি২ কে হয়লুন জানান, ‘এই উদযাপন ছিল আমার আদর্শ ফুটবলারের জন্য। তাকে বিদ্রূপ করা বা এই ধরনের কোনো ব্যাপার এখানে ছিল না। আমার ওপর এবং আমার ফুটবল ক্যারিয়ারে তার প্রভাব অনেক বেশি। কিছুটা বিরোধী ব্যাপার হতে পারে এখানে। তবে তার ও পর্তুগালের বিপক্ষে গোল করা আমার জন্য অনেক বড় ব্যাপার। ’

‘২০১১ সালে ফ্রি কিক থেকে তার একটি গোল মনে পড়ছে আমার। ম্যাচটি দেখতে গিয়েছিলাম আমি এবং সেদিন থেকেই আমি তার প্রবল ভক্ত। ’

ডেনমার্কের এই ফরোয়ার্ড যে রোনালদোর ভক্ত তা আগেই বিভিন্ন সাক্ষাতকারে বলেছিলেন। পর্তুগিজ এই তারকার পথে হেঁটেই ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান এই হয়লুন।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।