ঢাকা, শনিবার, ৭ চৈত্র ১৪৩১, ২২ মার্চ ২০২৫, ২১ রমজান ১৪৪৬

ফুটবল

শিলংয়ে বাংলাদেশের মিশ্র অভিজ্ঞতার এক দিন

আবীর রহমান, শিলং থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
শিলংয়ে বাংলাদেশের মিশ্র অভিজ্ঞতার এক দিন ছবি: বাফুফে

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গতকালই ভারতের শিলংয়ে এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ দিনের শুরুটা ছিল ভালোই।

হামজা চৌধুরীসহ দলের সকলে একসঙ্গে জুমার নামাজ আদায় করেন শিলংয়ে।  

এরপর ট্রেনিং গ্রাউন্ড নিয়ে শুরু হয় ভিন্ন অভিজ্ঞতা। আজ শিলংয়ের নেহেরু গ্রাউন্ডে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ। তবে এই ট্রেনিং গ্রাউন্ড নিয়ে রয়েছে সকলের অভিযোগ। তাই আগামীকাল অনুশীলন ভেন্যু পরিবর্তনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন কোচ কাবরেরা।  

আজ অনুশীলনের মাঝে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যেয়ে কাবরেরা বলেন, ‘ট্রেনিং ফ্যাসিলিটি আমরা যা প্রত্যাশা করেছিলাম তেমন নয়, তবে ঠিক আছে। আগামী দিনের জন্য উপযুক্ত ফ্যাসিলিটি পেতে আমাদের ম্যানেজার কাজ করছেন। আশা করি আমরা তা পাব। আজকের সেশনটি মূলত পরিচিত হওয়ার ও মানিয়ে নেওয়ার ছিল। আমরা চেষ্টা করছি অন্তত দুই-একদিনের জন্য মূল ভেন্যুতে অনুশীলন করার। দেখি কী হয়, তা ঠিক করা ম্যানেজার ও ফেডারেশনের কাজ। তারা চেষ্টা করছে। ’ 

বাংলাদেশ দল নিয়ে বিভিন্ন তথ্য বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। তবে এসব নিয়ে চিন্তিত নন বাংলাদেশ দলের কোচ। শুধু নিজেদের খেলার উন্নতির দিকেই মনযোগ দিতে চান বলে জানিয়েছেন তিনি। কাবরেরা বলেন, ‘দল হিসেবে আমরা খুবই শক্তিশালী। অনেক ভুল খবর ছড়িয়েছে, কিন্তু দিনশেষে আমাদের নিজেদের দিকেই মনোযোগ দিতে হবে। ’

‘আমরা জানি কী ঘটেছে, কেন আমরা এখানে আছি। এই ম্যাচ ঘিরেই আমরা মনোযোগী। আমরা সৌদি আরবে খুবই ভালোভাবে অনুশীলন করেছি, ঢাকাতেও তাই। হামজা দলের সঙ্গে খুবই ভালোভাবে মানিয়ে নিয়েছে এবং আমরা প্রস্তুত। এই একটা বিষয় নিয়েই কেবল চিন্তা করছি আমরা। ’

বাংলাদেশ দলে হামজার যোগ দেওয়া নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। হামজা আসায় বাংলাদেশ দল বাড়তি শক্তি পেয়েছে। তবে দল শক্তিশালী হলেও ভারতকে সমীহ করছেন বাংলাদেশের কোচ। শক্তিতে নিজেদের চাইতে ভারতকে এগিয়ে রাখছেন তিনি।  

কাবরেরা বলেন, ‘আমি মনে করি ভারত আমাদের চেয়ে শক্তিশালী দল। আমাদের অনেক খেলোয়াড়ই ভারতের বিপক্ষে খেলেছে (জাতীয় দল কিংবা বয়সভিত্তিক পর্যায়ে), তাই এটা একটা ভালো দিক। আমার জন্য এটি খুবই রোমাঞ্চকর ও প্রেরণাদায়ক চ্যালেঞ্জ। সম্ভবত আমি কোচ হয়ে আসার পর এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। তাই ম্যাচটি নিয়ে আমরা মুখিয়ে আছি। ’

শিলংয়ের আবহাওয়া বাংলাদেশের চাইতে ভিন্ন। একে তো উচ্চতা তার ওপর ঠান্ডা আবহাওয়া। দিনের বেলায় ১২-১৩ ডিগ্রি তাপমাত্রা থাকে। এই আবহাওয়ায় দলের মানিয়ে নিতে কষ্ট হবে কিনা? এমন প্রশ্নের জবাবে দলের ফুটবলার রাকিব হোসেন বলেন, ‘শিলংয়ের ঠান্ডায় আমাদের খুব একটা সমস্যা হবে না, কারণ একই রকম আবহাওয়ায় আমরা সৌদি আরবে ১০-১২ দিন অনুশীলন করেছি। টার্ফে খেলা হলে একটু সমস্যা হতে পারে। কারণ আমরা দেশে ঘাসেই অনুশীলন করি। তবে ম্যাচের আগে যদি টার্ফে অনুশীলন করি আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। ’

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।