আগেই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে বড় ব্যবধানে হারিয়ে ‘সুখবর’ উদযাপন করল লিওনেল স্কালোনির দল।
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কয়েক বছরের জয় খরা কাটানোর প্রত্যাশা ছিল ব্রাজিলের। অবশ্য ম্যাচের আগে আর্জেন্টিনাকে তাদের মাঠে হারানোর হুঙ্কারও দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। কিন্তু হুঙ্কার সেই পর্যন্তই। বাস্তবতায় এসে আর মেলেনি।
ম্যাচের চতুর্থ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে ব্রাজিল। হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনাকে ১২ মিনিটে ২-০ গোলের লিড এনে দেন এনজো ফার্নান্দেজ। দুই গোল ব্যবধানে পিছিয়ে থাকা ব্রাজিল ২৬ মিনিটে আর্জেন্টিনার রক্ষণভাগের ভুলে ব্যবধান কমায়।
ম্যাথিয়ুস কুনহার গোলে ম্যাচে ফেরার আভাস দিলেও ৩৭ মিনিটে লিভারপুলের অভিজ্ঞ মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ব্যবধান ৩-১ করে নেয়। এই ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল। গোল পেতে মরিয়া ব্রাজিল বিরতির পর তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে। কিন্তু তাতেও খেলার খুব আহামরি পরিবর্তন হয়নি। হুঙ্কার দেওয়া রাফিনিয়া চেষ্টাও করেছিলেন। কিন্তু জালের ঠিকানা পাননি।
আর্জেন্টিনার ফরোয়ার্ডদের সামনে ব্রাজিলের রক্ষণভাগকে দিকহারা হয়ে যেতেই দেখা যায়। ৭১ মিনিটে তালিয়াফিকোর ক্রস থেকে নেওয়া শটে গোল করেন আলমাদার বদলি নামা জুলিয়ানো সিমিওনে। শেষ পর্যন্ত আর কোনো দলই বল জালে না জড়ালে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা বাছাইয়ে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিনরা।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
আরএইচ