ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

ফুটবল

মাঠে ফিরেই মায়ামিকে জেতালেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
মাঠে ফিরেই মায়ামিকে জেতালেন মেসি লিওনেল মেসি/সংগৃহীত ছবি

দুই সপ্তাহ পর মাঠে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন লিওনেল মেসি। তার একমাত্র গোলেই ফিলাডেলফিয়া ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে ইন্টার্ন কনফারেন্সের শীর্ষস্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি।

বাংলাদেশ সময় রোববার ভোরের ম্যাচে ৫৫তম মিনিটে বদলি হিসেবে নামেন মেসি। মাত্র দুই মিনিটের মাথায় লুইস সুয়ারেজের পাস থেকে দুর্দান্ত এক শটে গোল করেন তিনি। এই মৌসুমে এটি তার দ্বিতীয় গোল। তিন ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করে প্রতিবারই অবদান রেখেছেন আর্জেন্টাইন তারকা।

ম্যাচের শুরুতেই ইন্টার মায়ামিকে এগিয়ে নেন রবার্ট টেলর (২৩ মিনিট)। এরপর ৫৭ মিনিটে মেসির গোল ব্যবধান বাড়ায়। যদিও ৮০ মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে দানিয়েল গাজদাগ এক গোল শোধ দেন, কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

দুই সপ্তাহ আগে অ্যাটলান্টার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন মেসি। চোটের কারণে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলতে পারেননি। তবে ফিফা উইন্ডোর বিরতির কারণে ক্লাবের কোনো ম্যাচ মিস করতে হয়নি তাকে।

এমএলএসে এখন পর্যন্ত ৫ ম্যাচের একটিতেও হারেনি ইন্টার মায়ামি। সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের অপরাজিত থাকার সংখ্যা ৮ ম্যাচ।  

বুধবার কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে এলএএফসির মুখোমুখি হবে মায়ামি। এরপর ৬ এপ্রিল টরন্টোর বিপক্ষে লিগের পরবর্তী ম্যাচ খেলবে তারা।  

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।