দেশের নারী ফুটবলে চলছে অস্থিরতা। অস্থিরতার মাঝেই ঈদের ছুটিতে গিয়েছিলেন তারা।
শনিবার (৫ এপ্রিল) সভাপতির সঙ্গে নারী ফুটবলারদের সঙ্গে চলমান অস্থিরতা নিয়ে কথা হয়নি বলে জানিয়েছেন বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।
তিনি বলেন, ‘আপনারা জানতে পেরেছেন মেয়েদের আমরা ছাড়পত্র দিয়েছি। তারা যাতে বিদেশে খেলতে পারে সেজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা অনুমতি লাগে, ভুটানের ক্লাব লেভেলে খেলার জন্য ওরা যাচ্ছে, তার জন্য আমরা ছাড়পত্র দিয়েছি। আর এজন্যই আজ প্রেসিডেন্ট আসছেন। প্রেডিসেন্টের নেতৃত্বে আমরা সদস্যরা এসেছি, তাদের ধন্যবাদ ও ঈদ মোবারক জানিয়েছি এবং তারা বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে, বাংলাদেশের ভাবমূর্তি যাতে বাড়ে… এই বিষয়ে কথা হয়েছে। '
'আপনারা জানেন ছেলেরাও বিদেশে ফুটবল খেলেছে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। আসলে আমাদের প্রেসিডেন্ট সাহেব ওই আঙ্গিকেই আমাদের মেয়েদের বলেছেন তোমরা বিদেশে খেলতে যাচ্ছো, বাংলাদেশ ফুটবলের ভাবমূতি উজ্জল করবা এবং বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনবা, এই বার্তাটা তাদের দেওয়া হয়েছে' যোগ করেন তিনি।
আজ ফুটবলারদের সঙ্গে শুধু বিদেশের ক্লাবে খেলা নিয়ে কথা হয়েছে। এশিয়ানকাপ বাছাইয়ে খেলার বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন বাবু। জাতীয় দলের ম্যাচে যেন তারা ছাড়পত্র পান সেই বিষয়ে আলোচনা হয়েছে।
বাবু বলেন, ‘আমরা আসলে যাদের সঙে বসেছি আপনারা জানেন, সাবিনা খাতুন, সুমাইয়া মাতসুশিমা, মাসুরা পারভীন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও স্বাগরিকা। মিটিংয়ে স্বাগরিকা ছিল না, ওরা ছয়জন ছিল। আমাদের ওই ছয়জন যাচ্ছে এটা আমি সিওর বলতে পারি (স্বাগরিকা বাদে)। কালকে ছয়জন যাচ্ছে, হানড্রেড পার্সেন্ট বলতে পারি। কোচের অধীনে আসবে কি না
আপনাদের একটি কথা বলি, আপনি এশিয়ান কাপ যে খেলা, এটা কিন্তু কোনো অবস্থাতেই মিস করার রাস্তা নাই। কারণ আমরা যদি অন্য কোনো খেলা খেলি, সেই খেলায় অন্য কোনো ক্লাব ছাড়পত্র দিতে নাও পারে, যেহেতু তারা বাংলাদেশের খেলোয়াড় এবং বাংলাদেশের হয়ে খেলতে যাবে অবশ্যই ওইটা তাদের সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে, কথাও হয়েছে। ক্লাবকে আমরা বলেও রেখেছি। আমাদের সবকিছু যখন শুরু হবে (প্র্যাকটিস) তারা দেশে আসবে এবং দলেও আসবে এবং দলের সঙ্গে তারা অনুশীলন করবে।
নারী ফুটবলারদের চুক্তি নিয়েও কোনো আলোচনা হয়নি আজ। বাবু বলেন, 'আমরা একটা জাস্ট সৌজন্য সাক্ষাৎ ছিল। এশিয়ান কাপ বাছাই, বর্তমান পরিস্থিতি, ব্যাক করবে কিনা, কোচের অধীনে খেলবে কিনা, কি পরিকবল্পনা?
আজকে আমি যেই কথাগুলো আপনাদের জানালাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একজন প্রতিনিধি হয়ে যা বললাম এর বাইরে কোনো আলাপ হয় নাই। তারা দেশের বাইরে খেলতে যাচ্ছে এটা নিয়েই কথা হয়েছে। ওদের বক্তব্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা খেলতে যাচ্ছি।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
এআর