ইসরায়েলের সাবেক ফুটবলার ও লিভারপুলের কিংবদন্তি মিডফিল্ডার ইয়োসি বেনায়ুনের বাড়িতে গ্রেনেড হামলা হয়েছে।
রোববার রাতের এই হামলার ঘটনায় তার বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও, সৌভাগ্যক্রমে বেনায়ুন বা তার পরিবারের কোনো সদস্য আহত হননি।
তেল আবিবের উত্তরে রামাত হাশারুন এলাকায় বেনায়ুনের বাসায় মোটরসাইকেল চালিয়ে এক ব্যক্তি এসে গ্রেনেড ছুড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। রাত ১১টার দিকে ঘটে এই বিস্ফোরণ। প্রথমে বেনায়ুন মনে করেছিলেন গ্যাসের বিস্ফোরণ হয়েছে, তাই তিনি ফায়ার সার্ভিসে ফোন করেন। পরে পুলিশ এসে জানায়, এটি একটি গ্রেনেড ছিল।
পুলিশের ধারণা, এই হামলার গাজা অঞ্চলের সহিংসতার সাথে কোনো সম্পর্ক নেই, এবং এটি একটি সন্ত্রাসী হামলা হতে পারে।
হামলার পর বেনায়ুন বলেন, "আমি নিশ্চিত এটা ভুলবশত হয়েছে। গ্রেনেড আমার বাসায় লক্ষ্য করে ছোড়া হয়নি, এতে কোনো সন্দেহ নেই। "
ইসরায়েলি পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ইয়োসি বেনায়ুন জাতীয় দলের হয়ে ১০১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ক্লাব ক্যারিয়ারে অনেক সাফল্য অর্জন করেছেন, যেমন ওয়েস্ট হামের হয়ে এফএ কাপ রানার্সআপ এবং চেলসির হয়ে ইউরোপা লিগ জয়।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এমএইচএম