ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

ফুটবল

জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে বাফুফে কর্তারা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে বাফুফে কর্তারা সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এএফসি বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের স্থান এখনো নির্ধারিত হয়নি।  

তবে  জুনের ওই ম্যাচের জন্য বাফুফের প্রথম পছন্দ ঢাকা জাতীয় স্টেডিয়াম।

প্রায় পাঁচ বছর ধরে স্টেডিয়ামের সংস্কার কাজ চললেও এখনও তা সম্পূর্ণ হয়নি।  

সরকার এবং বাফুফে উভয়পক্ষই অবশ্য আশাবাদী যে, আগামী জুনে এই স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন সম্ভব হবে।

আজ স্টেডিয়াম পরিদর্শনে আসেন ফাহাদ করিম, কামরুল হাসান হিলটন, গোলাম গাউস এবং ইকবাল হোসেনসহ বাফুফের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। তবে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রায় ছয় মাস পার হলেও, গ্রাউন্ডস কমিটি গঠন করা হয়নি। এ বিষয়ে ফাহাদ করিম বলেন, "আমরা গ্রাউন্ডস কমিটি শিগগিরই গঠন করব। "

এছাড়া, মাঠের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ফাহাদ করিম। তিনি বলেন, "আমাদের ক্রীড়া উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, হামজার অভিষেক এই মাঠেই হবে। শুরু থেকেই তিনি এই বিষয়ে আন্তরিক। "

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও জুন ১০ তারিখের ম্যাচ এই মাঠে আয়োজনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তার নির্দেশনায়ই মাঠ পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, "এনএসসির সঙ্গে সমন্বয় করে আমরা কাজের অগ্রগতি পরিদর্শন করেছি এবং মাঠের অবস্থা ভালো বলে মনে হয়েছে। "

বিশেষভাবে, জুনের ম্যাচে হামজা চৌধুরির অভিষেক নিয়ে দেশের মানুষের বড় আগ্রহ রয়েছে। বাফুফে আশা করছে, হামজার মত একজনের অভিষেক জাতীয় স্টেডিয়ামে হলে এটি একটি বড় ঘটনা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।