ঢাকা, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

ফুটবল

এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে, খেলতে পারবেন বার্সেলোনার বিপক্ষে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে, খেলতে পারবেন বার্সেলোনার বিপক্ষে ছবি: সংগৃহীত

লা লিগায় আলাভেসের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কিলিয়ান এমবাপ্পেকে। পরে তার নিষেধাজ্ঞা নিয়ে তৈরি হয় নানা মত।

অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো। দুই-তিন ম্যাচ নয়, বরং এক ম্যাচই নিষিদ্ধ করা হয়েছে তাকে। বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন কোপা দেল রের ফাইনালে।

আলাভেসের বিপক্ষে গত রোববার ১-০ ব্যবধানের কস্টার্জিত জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩৮তম মিনিটে প্রতিপক্ষ ফুটবলারকে বাজে ট্যাকেল করায় এমবাপ্পেকে শুরুতে সরাসরি হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। লাল কার্ড দেখেন এমবাপ্পে।  

ম্যাচ শেষে জানা যায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন ফরাসি এই তারকা। কারণ লা লিগার শৃঙ্খলাবিধির ১৩০ নম্বর ধারা বলছে, বলের জন্য লড়াই চলাকালীন সংঘটিত সহিংসতার ক্ষেত্রে (যদি কোনো চোট না লাগে) এক থেকে তিন ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়া হতে পারে।  

কিন্তু এমবাপ্পের ট্যাকলটি খুব বেশি ঝুঁকিপূর্ণ না থাকায় এক ম্যাচের নিষেধাজ্ঞাই পেয়েছে এমবাপ্পে। ফলে লা লিগায় নিজেদের পরের ম্যাচে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামতে পারবেন না ফরাসি এই ফরোয়ার্ড। বাকি ম্যাচগুলো নিয়ে এখন আর কোনো শঙ্কা নেই। এছাড়া আগামী ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালে খেলতে আর বাধা নেই তার।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।