বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ছিলেন না লিওনেল মেসি। তবে দুই ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা।
যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সেটিই প্রমাণ করলেন ক্লদিও তাপিয়া। আর্জেন্টাই ফুটবল অ্যাসোসিয়েশনের এই সভাপতি মেসির বাসা সফর করেন। সেখানে গিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের একসঙ্গে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, ‘আমরা তোমাকে মিস করেছি’।
তাপিয়া মায়ামিতে যাওয়ার অবশ্য আরেকটি কারণ রয়েছে। যুক্তরাষ্ট্রের কোনো এক প্রতিষ্ঠানের সঙ্গে স্পন্সরশিপের ব্যাপারে কথা চলছে আর্জেন্টিনার। এছাড়া দেশটির কোচ লিওনেল স্কালোনির ওই প্রতিষ্ঠানের সঙ্গে নিজেদের মার্কেটিং বিভাগের মিটিং ডাকার কথাও চলছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
আরইউ