ঢাকা, শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

ফুটবল

সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ব্যাপক পরিকল্পনায় বাফুফে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ব্যাপক পরিকল্পনায় বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দীর্ঘদিন ধরেই ফুটবলের প্রচারে পিছিয়ে থাকার কারণে সমালোচিত। তবে এবার ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের হোম ম্যাচ ঘিরে কোনো ঘাটতি রাখতে চাইছে না তারা।

বহু আলোচিত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে, যা প্রায় ছয় বছর পর আবারও আন্তর্জাতিক ফুটবলের স্বাদ পেতে যাচ্ছে।

ম্যাচ ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে

এই ম্যাচে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় দিক—হামজা চৌধুরীর ঘরের মাঠে অভিষেক, কোচ কিউবা মিচেলের নেতৃত্বে নতুন দলগঠন, এবং বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তির গুঞ্জন। সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের দৃষ্টি এখন সিঙ্গাপুর ম্যাচের দিকেই।

সংস্কার শেষে প্রস্তুত জাতীয় স্টেডিয়াম

দীর্ঘদিন সংস্কারের জন্য বন্ধ থাকা জাতীয় স্টেডিয়ামের কাজ প্রায় শেষের পথে। বৃহস্পতিবার বসানো হয়েছে নতুন এলইডি ফ্লাডলাইট, মাঠে চলছে ঘাস পরিচর্যা ও রোলার কাজ। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জানিয়েছে, ২২ মে’র মধ্যে মাঠটি হস্তান্তর করা হবে বাফুফের কাছে। এ বিষয়ে বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, “স্টেডিয়ামের সংস্কার প্রায় শেষ। আমরা আশাবাদী, নির্ধারিত সময়েই স্টেডিয়াম বুঝে পাবো। ৩১ মে জাতীয় দলের ক্যাম্প এখানেই শুরু করার পরিকল্পনা রয়েছে। ”

মাঠভর্তি দর্শক ফেরাতে পরিকল্পনা

দর্শকদের মাঠমুখী করতে বাফুফে ও এনএসসি যৌথভাবে কাজ করছে। ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটির সভায় বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। সভা শেষে কমিটির সদস্য ও আরামবাগ ক্রীড়া চক্রের সভাপতি তাজওয়ার আউয়াল জানান, “আমরা চাই সমর্থকরা মাঠে ফিরে আসুক। স্টেডিয়ামকে সেই অভিজ্ঞতার উপযুক্ত করে গড়ে তোলার জন্য সব রকমের চেষ্টা করছি। ”

প্রথমবারের মতো অনলাইন টিকিট বিক্রি

বাফুফে এবার প্রথমবারের মতো ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির উদ্যোগ নিয়েছে। গ্যালারির জন্য প্রায় ১৮,৩০০ টিকিট বিক্রি হবে। অন্যান্য ক্যাটাগরির টিকিটের দাম ও আসন বিন্যাস নির্ধারণ করা হবে ফেডারেশনের মার্কেটিং কমিটির সঙ্গে আলোচনা করে।

তাজওয়ার বলেন, “সমর্থকরা যেন খেলা উপভোগ করতে পারেন এবং বাফুফেও কিছু আয় করতে পারে—এই দুই বিষয় বিবেচনায় রেখেই টিকিটের দাম নির্ধারণ করা হবে। ”

থাকবে ফ্যান জোন ও দর্শক সুবিধা

স্টেডিয়ামে প্রবেশ করতে না পারা দর্শকদের জন্য থাকবে ফ্যান জোন, যেখানে বড় পর্দায় সরাসরি খেলা দেখানো হবে। এছাড়া থাকবে ফুড জোন, স্বাস্থ্যসম্মত টয়লেট ও অন্যান্য সুবিধা, যা অতীতে দর্শকদের কাছে অনেকাংশেই অনুপস্থিত ছিল।

এএফসি’র অনুমোদন প্রক্রিয়া

এএফসি নিয়ম অনুযায়ী, এক মাস আগে ভেন্যুর নাম জানাতে হয়। বাফুফে এরই মধ্যে জাতীয় স্টেডিয়ামের নাম এএফসিতে জমা দিয়েছে। স্টেডিয়াম সংস্কার শেষে এএফসি’র অনুমোদনও প্রয়োজন। সম্প্রতি ম্যাচ কমিশনার এসে ২২ মে’র মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন।

সব মিলিয়ে, বাফুফে এবার ঘরের মাঠে ফুটবলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ফেরাতে এবং আন্তর্জাতিক পরিসরে নিজেদের উপস্থিতি দৃঢ় করতে সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে নিচ্ছে বহুমুখী উদ্যোগ।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।