আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসের বোকা জুনিয়র্সে প্রত্যাবর্তন শুধু ক্লাব বদলের ঘটনা নয়—এটি ফুটবল আবেগের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। বৃহস্পতিবার রাতে লা বোম্বোনেরায় ৫০ হাজার দর্শকের সামনে তার আবেগঘন অভিষেক হয়।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বোকা জুনিয়র্সের অফিসিয়াল ভিডিও শেয়ার করে নেইমার লিখেছেন, ‘তোমার ঘরে নতুন অধ্যায়ের জন্য শুভকামনা! ভালোবাসি ভাই!’
এই ভালোবাসা এখানেই থেমে থাকেনি। পারেদেসের বোকায় ফেরার পোস্টে লাইক দিয়েছেন লিওনেল মেসি। যদিও একটি ‘লাইক’ কোনো আনুষ্ঠানিক বার্তা নয়, তবুও বোকা ভক্তদের চোখে এটি হয়ে উঠেছে এক স্বপ্নের ইঙ্গিত—হয়তো একদিন তারা মেসিকেও দেখবে লা বোম্বোনেরার সবুজ গালিচায়।
অথচ কিছুদিন আগেই নেইমার চেয়েছিলেন পারেদেসকে ব্রাজিলের সান্তোসে নিয়ে যেতে। কিন্তু সবশেষে পারেদেস ফিরে এসেছেন তার হৃদয়ের ক্লাবে—বোকা জুনিয়র্সে।
নেইমার ও মেসির পাশাপাশি শুভকামনা জানিয়েছেন আরও অনেকে—আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি চিকি তাপিয়া, বোকা ফরোয়ার্ড এদিনসন কাভানি এবং পাওলো দিবালা।
এই ঘরে ফেরা শুধুই এক খেলোয়াড়ের নয়—এটি এক আবেগঘন অধ্যায়, যা বোকা সমর্থকদের মনে জাগাচ্ছে নতুন স্বপ্ন।
এমএইচএম