অবশেষে প্রতীক্ষার অবসান ঘটলো। জানা গেল এবারের ব্যালন ডি'অর জয়ীর নাম।
সোমবার (২২ সেপ্টেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে এবারের ব্যালন ডি'অর পুরস্কার বিজয়ীদের সম্মানিত করা হয়।
দেম্বেলের প্রতিদ্বন্দ্বী ছিলেন লামিন ইয়ামাল। তবে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে “উসমান! উসমান!” ধ্বনির জোয়ার বইছিল। শেষ পর্যন্ত তার হাতেই ওঠে এই পুরস্কার।
ফ্রান্স ও পিএসজির উইঙ্গার দেম্বেলে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রথমবার জিতলেন। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মতো অসাধারণ সাফল্য তাকে এই সম্মানের যোগ্য দাবিদার করে তুলেছে। এই জয় শুধু দেম্বেলের নয়, প্যারিসের জন্যও উৎসবের মুহূর্ত হয়ে দাঁড়াল।
এফবি