ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

কিংসের ফুটবলারদের ফিটনেস পার্টনার গোল্ডস জিম

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩১, সেপ্টেম্বর ২৪, ২০২৫
কিংসের ফুটবলারদের ফিটনেস পার্টনার গোল্ডস জিম কিংসের ফুটবলারদের ফিটনেস পার্টনার গোল্ডস জিম

বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের শারীরিক ফিটনেস ও রিকভারির জন্য এক ভিন্ন সুবিধায় যুক্ত হলো গোল্ডস জিম। ম্যাচের আগে ও পরে ফুটবলারদের  ফিটনেস সেশন এবং পুনর্বাসন এখন থেকে হবে এই অত্যাধুনিক জিম সেন্টারে।

সম্প্রতি ফর্টিস এফসির বিপক্ষে খেলা শেষে কিংসের খেলোয়াড়রা প্রথমবারের মতো সেখানে রিকভারি সম্পন্ন করেছে।

প্রথমবারের অভিজ্ঞতা নিয়ে কিংস অধিনায়ক তপু বর্মণ জানান, “অসাধারণ একটি জায়গা। এত সুন্দর ও আধুনিক জিম বাংলাদেশে আগে দেখিনি। নিয়মিত খেলার কারণে ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য আমাদের এ ধরনের সুযোগ খুব দরকার ছিল। এই মৌসুমে অনেক ম্যাচ খেলতে হবে, তাই আমরা জিম ও রিকভারির সর্বোচ্চ সুবিধা কাজে লাগাতে চাই। ”

শুধু ট্রেনিং নয়, গোল্ডস জিমে রয়েছে খেলোয়াড়দের দ্রুত রিকভারি ও পুনর্বাসনের জন্য নানা আধুনিক ব্যবস্থা। ক্রাউ থেরাপি, কোল্ড প্লাঞ্জ, হিমালয়ান সল্ট বাথ, জাকুজি পুল, সুইমিং পুলসহ আধুনিক সব সেশন সেন্টার। সরঞ্জামগুলো আনা হয়েছে ইতালির বিখ্যাত প্রতিষ্ঠান টেকনোজিম থেকে।

বসুন্ধরা স্পোর্টস সিটির ইনচার্জ মেজর মো. মহসিনুল করিম বলেন, “আমাদের লক্ষ্য হলো ফুটবলাররা যেন আন্তর্জাতিক মানের সব রিকভারি সুবিধা পান। চোট পেলে বা খেলতে গিয়ে সমস্যায় পড়লে এই জিমেই তারা দ্রুত ফিট হয়ে উঠতে পারবে। এতে খেলোয়াড়রা সুস্থ থাকবে এবং মাঠে সেরা পারফরম্যান্স দিতে পারবে। ”

শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক প্রশান্তির দিকেও নজর দিয়েছে গোল্ডস জিম। আয়তন, আভিজাত্য ও আধুনিকতার মিশেলে এটি এখন এশিয়ার অন্যতম সেরা ফিটনেস সেন্টার হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশের ফুটবলে পেশাদারিত্বের কথা উঠলে সবার আগে যে নামটি আসে তা হলো বসুন্ধরা কিংস। প্রতিষ্ঠার পর থেকে খুব বেশি সময় পেরোয়নি, অথচ দেশের ক্লাব ফুটবলের চেহারা পাল্টে দিয়েছে তারা। নিয়মকানুন, শৃঙ্খলা আর অবকাঠামোর দিক থেকে কিংস এখন অন্য সবার থেকে অনেকটা আলাদা জায়গায় দাঁড়িয়ে। সব মিলিয়ে বলা যায়, বসুন্ধরা কিংস শুধু খেলার মাঠেই নয়, ক্লাব ব্যবস্থাপনা, অবকাঠামো ও শৃঙ্খলায়ও বাংলাদেশের ফুটবলে এক নতুন মানদণ্ড তৈরি করেছে।

এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।