ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

জাপান সফর বাতিল, চট্টগ্রামে কন্ডিশনিং ক্যাম্প

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৮, সেপ্টেম্বর ২৭, ২০২৫
জাপান সফর বাতিল, চট্টগ্রামে কন্ডিশনিং ক্যাম্প

বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে ইতিহাস গড়ার সুযোগ। প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলে খেলতে যাচ্ছে সাবিনাদের উত্তরসূরিরা।

আগামী বছরের ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে মহাদেশীয় এই টুর্নামেন্ট। সেই ‘মিশন অস্ট্রেলিয়া’-কে সামনে রেখে আজ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে ২৯ জন নারী ফুটবলার। জাপানে বাংলাদেশ নারী ফুটবল দলের ক্যাম্প করার কথা থাকলেও সেটা আপাতত স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, এই ২০ দিনের ক্যাম্প হবে চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান ইপিজেডে, ইয়াংওয়ান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায়। ক্যাম্পে থাকা, খাওয়া, অনুশীলন সবকিছুর দায়িত্বই নিচ্ছে ইয়াংওয়ান। বাফুফেকে কোনো খরচ করতে হচ্ছে না। ১৬ অক্টোবর ক্যাম্প শেষ করে ঢাকায় ফিরবে দল। এরপর ভুটান থেকে ফিরবে আরো ১০ ফুটবলার, ১৭ অক্টোবর।

বাফুফে শুরুতে জাপানে দুই সপ্তাহের অনুশীলন আয়োজনের পরিকল্পনা করেছিল। কিন্তু জাপান ফুটবল অ্যাসোসিয়েশন যে সময় প্রস্তাব করেছিল (২০-৩০ নভেম্বর), সে সময় ফিফা উইন্ডোতে ঢাকায় ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাফুফে। ফলে জাপান সফর বাতিল করা হয়েছে। এই প্রসঙ্গে কিরণ বলেন, “জাপান যাওয়া সম্ভব হচ্ছে না, তবে অন্য দেশের সঙ্গে যোগাযোগ চলছে। আমাদের থেমে থাকলে চলবে না। ”

প্রথমে অনুশীলন শুরু হওয়ার কথা ছিল ১ সেপ্টেম্বর থেকে, কিন্তু বাফুফের পরিকল্পনা পিছিয়ে যায় প্রায় তিন সপ্তাহ। এরপর বাতিল হয় জাপান সফর। এর মাঝে প্রধান কোচ পিটার বাটলার অসুস্থ থাকায় কাজেও কিছুটা ভাটা পড়ে। সব মিলিয়ে প্রস্তুতিতে কিছুটা ধাক্কা খেলেও কিরণের দাবি, “এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে, বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে। ”

আগামী ৫-২০ ডিসেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে নারী সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশ নেবে বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব নাসরিন স্পোর্টিং। সেখানে ভারত, নেপাল, ভুটানসহ অন্যান্য দেশের ক্লাবগুলোও অংশ নেবে। নাসরিনের হয়ে জাতীয় দলের খেলোয়াড়দের অংশ নেওয়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিরণ বলছেন, “এটা কোচের সিদ্ধান্ত, পিটার বাটলারই ঠিক করবেন। ”

এছাড়া ডিসেম্বরে নারীদের ঘরোয়া লিগ আয়োজন করতে চায় বাফুফে। এশিয়া কাপে থাকা ফুটবলারদের ওই লিগে খেলার সম্ভাবনাও রয়েছে, তবে ক্লাবগুলোর সম্মতির প্রয়োজন হবে। বিষয়টি নিয়ে খুব শিগগিরই ফেডারেশন ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসবে।

ভুটান লিগে খেলা সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সানজিদা আক্তার, কৃষ্ণা রাণী ও সুমাইয়া মাতসুসিমা বর্তমানে জাতীয় দলের স্কোয়াডে নেই। তাদের নিয়ে সিদ্ধান্ত জানাতে কিরণ সরাসরি কোচের কোর্টেই বল ঠেলেছেন, “এটা পুরোপুরি কোচের ট্যাকনিক্যাল সিদ্ধান্ত। এখানে আমার কোনো মতামত নেই। ”

ঢাকায় কয়েকদিন অনুশীলনের পর থাইল্যান্ডে গিয়ে দুইটি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সবকিছু মিলিয়ে এশিয়া কাপকে সামনে রেখে ধাপে ধাপে এগোচ্ছে মেয়েদের প্রস্তুতি।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেললেও এবারই প্রথম এশিয়া কাপে মূল পর্বে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। যাত্রাটা সহজ নয় প্রস্তুতিতে এসেছে ব্যাঘাত, পরিকল্পনায় হয়েছে পরিবর্তন। তবুও ‘মিশন অস্ট্রেলিয়া’ সফল করতে দৃঢ়প্রতিজ্ঞ ফেডারেশন এবং খেলোয়াড়রা।

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।