ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কলম্বিয়া-গ্রিস খেলা

গোল পরিশোধে মরিয়া গ্রিস, উত্তেজনার ভর

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৪
গোল পরিশোধে মরিয়া গ্রিস, উত্তেজনার ভর ছবি: সংগৃহীত

ঢাকা: খেলা শুরুর ৬ মিনিটের মাথায় গ্রিসের জালে বল পাঠিয়ে দিয়েছে কলম্বিয়া। দলের ৭ নাম্বার জার্সি পরিহিত পাবলো আরমেরোর বাম পায়ের এক জাদুর শটে এবারের বিশ্বকাপে প্রথম দ্রুত সময়ের গোলটি হয়।



গোল খেয়ে মরিয়া হয়ে উঠেছে গ্রিস। গোল পরিশোধে তাই তো আক্রমণে ধার বাড়াচ্ছে তারা। এতে খেলায় ৩০ মিনিট শেষে বেশ উত্তেজনা ভর করেছে।

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার চেয়ে ইউরোপের গ্রিস অনেকটাই এগিয়ে রয়েছে। তবুও মাঠের লড়াইয়ে ছাড় দেবে না কলম্বিয়া।

ব্রাজিল বিশ্বকাপের ২০তম আসরে তৃত্বীয় দিনে চারটি খেলা অনুষ্ঠিত হবে। এরমধ্যে বাংলাদেশ সময় রাত ১০টায় বেলো হরিজেন্তোর এস্তাদিও মিনিরাও স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের প্রথম খেলায় কলম্বিয়ার মুখোমুখি হবে গ্রিস।

কলম্বিয়া একাদশ
ডেভিড ওসপিনা (১), মারিও আলবার্তো ইয়েপেস (৩), ক্রিস্টিয়ান জাপাটা (২), পাবলো আরমেরো (৭), কার্লোস স্যানচেজ (৬), আবেল আগুইলার (৮), জেমস রড্রিগুয়েজ (১০), টিওফিলো গুটিয়েরেজ (৯), হুয়ান গুইলার্মো কুয়াড্রাডো (১১), ভিক্টর ইব্রাবো (১৪) হুয়ান জুনিগা (১৮)।

কোচ: পেকারমেন্ট (আর্জেন্টিনা)।

গ্রিস একাদশ
ওরেসটিস কার্নেজিস (১), কস্তাস মানোলাস (৪), জোয়ানিস ম্যানিয়াটিস (২), গিওর্গস সামারাস (৭), প্যানাগিওটিস কোন (৮), ভ্যাসিলিস টোরোসিডিস (১৫), দিমিত্রিস সালপিঙ্গডিস (১৪), সক্রেটিস পাপাসটাথোপুলোস (১৯), ফানিস গেকাস (১৭), জোসে হোলেবাস (২০), কস্তাস কাতসুরানিস (২১)।

কোচ: ফার্নান্ডো সান্তোস (পর্তুগাল)।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।