ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

'৭৮-এর পর নকআউট নিশ্চিতে ২ ম্যাচের বেশি লাগেনি ব্রাজিলের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
'৭৮-এর পর নকআউট নিশ্চিতে ২ ম্যাচের বেশি লাগেনি ব্রাজিলের

ঢাকা: ১৯৭৮ সালরে পর থেকে ব্রাজিল তাদের বিশ্বকাপ নকআউট পর্ব নিশ্চিত করেছে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতেই।  

আর মঙ্গলবার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় ব্রাজিলের সঙ্গে এবারের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে লড়বে মেক্সিকো।



ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি শীর্ষরা অতীত পরিসংখ্যানের সেই ধারাবাহিকতারই প্রহর গুণছেন কি না কে জানে। তবে ম্যাচের আগে বরাবরই সিরিয়াস নেইমার, অস্কাররা।

অন্যদিকে বিশ্বকাপ আসরের দলগুলো মধ্যে সবচেয়ে বেশি ২২ হার মেক্সিকোর। এবার ব্রাজিলের নান্দনিকতার কাছে হেরে সে হারে না হয় নান্দনিকতাটুকুও লাগুক এমনটাই তো চাইবে পেলে-ভাবা-তোস্টাও-গারিঞ্চা-জিকো-রোমারিওর উত্তরসূরী নেইমার, অস্কার, হাল্করা।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।