ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

সুয়ারেজকে চিকিৎসার পরামর্শ ফিফা সেক্রেটারির

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
সুয়ারেজকে চিকিৎসার পরামর্শ ফিফা সেক্রেটারির

ঢাকা: উরুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেজকে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন ফিফার জেনারেল সেক্রেটারি জেরোম ভালকে।

প্রতিপক্ষকে তৃতীয়বারের মতো কামড়ানোর ঘটনায় সুয়ারেজ দোষী সাব্যস্ত হওয়ার পর এ আহ্বান জানান তিনি।

  

নকআউট পর্বে ওঠার লড়াইয়ের ম্যাচে ইতালির চিয়েলিনির কাঁধে কামড়ে দেওয়ায় ফিফার গভর্নিং বডি লিভারপুল স্ট্রাইকারকে নয় ম্যাচ নিষিদ্ধ ও চার মাস সব ধরনের ফুটবল সংশ্লিষ্ট কাজ থেকে নির্বাসনে পাঠায়। পাশাপাশি এক লাখ সুইস ফ্রাঁ আর্থিক জরিমানা করে। এর ফলে সুয়ারেজের বিশ্বকাপ মিশন শেষ হলো। সেই সঙ্গে বিপদে পড়ল সুয়ারেজনির্ভর উরুগুয়ে। কেননা শেষ ১৬ এর লড়াইয়ে শনিবার কলম্বিয়ার বিরুদ্ধে সুয়ারেজকে ছাড়াই মাঠে নামতে হবে উরুগুয়েকে।  

চিয়েলিনির কাঁধে কামড়ে পুরনো বিতর্ক নতুন করে আনেন সুয়ারেজ। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় চেলসির ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড় দিয়েছিলেন সুয়ারেজ। ইভানোভিচকে কামড় দেওয়ার অপরাধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ সুয়ারেজকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। এর আগেও একবার কামড়ানোর ইতিহাস আছে তার।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।