ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পার্সিকে ছাড়াই পরবর্তী ম্যাচ খেলতে হবে ডাচদের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
পার্সিকে ছাড়াই পরবর্তী ম্যাচ খেলতে হবে ডাচদের

ঢাকা: অসি স্ট্রাইকার টিম কাহিলের পর টানা দুই হলুদ কার্ড হজম করে পরবর্তী ম্যাচে খেলতে পারছেন না ডাচ অধিনায়ক ভেন পার্সি।

প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে হলুদ কার্ড হজমের পর বুধবার অস্ট্রেলিয়ারে বিপক্ষেও হলুদ কার্ড পান পার্সি।

চরম উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হলে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ডাচরা। আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে ৪৭ মিনিটে ম্যাথু স্পিরানোভিচকে ফাউল করে হলুদ কার্ড পাও‍য়ায় এ শাস্তি প‍ান ভেন পার্সি।  

গ্রুপ পর্বে আগামী ২৩ জুন চিলির বিপক্ষে মাঠে নামবে তার দল নেদারল্যান্ডস।

বুধবারের ম্যাচে দলের পক্ষে ৫৮ মিনিটে একটি গোলও করেন পার্সি। এ গোলের মাধ্যমে বিশ্বকাপে দুই ম্যাচে তৃতীয় গোল করেন পার্সি।

এদিকে, চিলির সঙ্গে হলুদ কার্ড পাওয়ার পর নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া ম্যাচেও হলুদ কার্ড পাওয়ায় অস্ট্রেলিয়ার স্ট্রাইকার টিম কাহিল পরবর্তী ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। যদিও দুই ম্যাচেই পরাজিত হয় তার দল।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।