ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফুটবল

শততম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
শততম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে শততম ম্যাচ খেলতে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সোমবার বাংলাদেশ সময় মধ্যরাত ২টায় ক্যামেরুনের মুখোমুখি হয় তারা এ ম্যাচ খেলতে নামবে।



এর আগে প্রথম দেশ হিসেবে শততম ম্যাচ খেলার এ কৃতিত্ব অর্জন করে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

বিশ্বকাপের এবারের আসরের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পায় ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করে দলটি।

ক্যামেরুনের বিপক্ষে সোমবারের ম্যাচ ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ গ্রুপ ‘এ’র রানার্সআপ দলকে মুখোমুখি হতে হবে গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন নেদারল্যান্ডের। আর চ্যাম্পিয়ন দল খেলবে গ্রুপ ‘বি’ রানার্সআপ চিলি’র সঙ্গে।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।