ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ড

ঢাকা: গ্রুপ পর্বে নিজেদের তিন খেলায় জয় পেয়েছে নেদারল্যান্ড। প্রথম দুই খেলার ধারাবাহিকতায় সোমবার তৃতীয় খেলায়ও চিলির বিপক্ষে জয় তুলে নেয় দলটি।



১৩ জুন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ৫-১ গোলে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ডাচরা। অবশ্য পরের ম্যাচে সকারুদের বিপক্ষে জয় পেতে কিছুটা বেগ পেতে হয় তাদের। শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় পায় তারা।

প্রথম দুই ম্যাচ জয়ে নকআউট পর্ব নিশ্চিত করে নেদারল্যান্ড। সোমবার চিলির বিপক্ষে ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। আর তাতেও উতরে যায় ডাচরা। এ ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

এদিকে, নকআউট পর্বে নেদারল্যান্ড কার বিপক্ষে লড়বে এ জন্য চোখ থাকবে সোমবারের অপর দুই ম্যাচে। ম্যাচ দু’টিতে ব্রাজিল-ক্যামেরুন এবং মেক্সিকো-ক্রোয়েশিয়া মুখোমুখি হবে।

ম্যাচ দু’টি শুরু হবে বাংলাদেশ সময় মধ্যরাত ২টায়।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।