ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইতালি-উরুগুয়ের প্রথমার্ধ গোলশূন্য

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
ইতালি-উরুগুয়ের প্রথমার্ধ গোলশূন্য ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের নক-আউট পর্বে ওঠার জীবন-মরণ লড়াইয়ে উরুগুয়ে-ইতালি ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়েছে।

খেলার প্রথামার্ধে ৬০ শতাংশ বল পজেশন নিয়ে ইতালি এগিয়ে থাকলেও নিশ্চিত গোলের সুযোগ তৈরি করতে পারেনি আজ্জুরিরা।

অন্যদিকে উরুগুয়ে স্ট্রাইকার সুয়ারেজকে সামলাতে বেগ পেতে হয়েছে তাদের।

রক্ষণভাগে ৫ জন খেলোয়াড় নিয়ে শুরু কর‍া ইতালির গোলবার মুখে ৭ মিনিটেই ফ্রিকিক পেয়ে জোরালো শট করেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ইতালি গোলরক্ষক বুফোন বলটিতে পাঞ্চ করে দলকে বিপদমুক্ত করেন।

খেলার ১১ মিনিটে বালোতেল্লিকে ফাউল করেন ক্যাকারাস, বিপদজনক স্থানে ফ্রিকিক পায় ইতালি। আন্দ্রেয়া পিরলোর জোরালো শট উরুগুয়ের গোলরক্ষক মুসলেরো ফিরিয়ে দেন।


রক্ষণাত্মক রণকৌশল নিয়ে মাঠে নামলেও খেলার প্রথম ২০ মিনিট পর্যন্ত বল দখলের লড়াইয়ে এগিয়ে ইতালি। তবে গোলবার মুখে উরুগুয়ের ৩টি শটের বিপরীতে ইতালির শট মাত্র ১টি।

খেলার ২২ মিনিটে অপ্রয়োজনীয়ভাবে পেরেইরাকে ফাউল করায় ম্যাচের প্রথম হলুদ ‍কার্ড দেখেন ইতালির স্ট্রাইকার মারিও বালোতেল্লি।

২৭ মিনিটে মার্কো ভেরাত্তির পাস থেকে বল পেয়ে বালোতেল্লির ডান পায়ের শট অনেক বাইরে দিয়ে চলে যায়। এ সময় পর্যন্ত ইতালির খেলোয়াড়েরা ৫টি শট নিলেও মাত্র ১টি অনশট হয়েছে। অন্যদিকে উরুগুয়ের ৫টি শটের ৩টি অনশট হয়েছে।

৩৩ মিনিটে লডেইরোর ডিফেন্স ভেদ করা পাস থেকে থেকে ইতালি গোলরক্ষক বুফনের দক্ষতায় গোলবঞ্চিত হয় সুয়ারেজ।

৩৮ মিনিটে মার্টিন ক্যাকারাসে ৩৫ গজ ‍দূর থেকে নেওয়া শট গোলবারের বামপাশ দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।


ব্রাজিলের নাতালের দাস দুনাস স্টেডিয়ামে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১০টায়।

ইতালি একাদশ:
জিয়ানলুগি বুফোন (গোলরক্ষক), গিয়র্গি চিয়েলিনি, আন্দ্রে বারজাগলি, লিওনার্দো বুনোচ্চি, মাতিও দারমিয়ান, ক্লাদিও মারচিশিও, আন্দ্রেয়া পিরলো, মারিও বালোতেল্লি, সিরো ইমমোবাইল

কোচ: সিজার প্রানদেল্লি

উরুগুয়ে একাদশ:
ফারনান্দো মুসলেরা (গোলরক্ষক), দিয়েগো গডিন, আলভারো পেরেরা, হোসে গিমেনেজ, মার্টিন ক্যাকারাস, ক্রিস্টিয়ান রড্রিগেজ, নিকোলাস লোডেইরো, আলভারো রিওস, আলভারো গঞ্জালেজ, লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি।

কোচ: ওস্কার তাভারেজ

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, জুন ২৪, ২১০৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।