ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসি ভিনগ্রহের খেলোয়াড়

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
মেসি ভিনগ্রহের খেলোয়াড়

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে ভিনগ্রহ থেকে আসা খেলোয়াড় বলে মন্তব্য করেছেন নাইজেরিয়ান কোচ স্টিফেন কেশি।

বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে আর্জেন্টিনার মুখোমুখি হয় নাইজেরিয়া।

খেলায় আর্জেন্টিনা ৩-২ গোলে নাইজরিয়াকে হারায়। এরমধ্যে বার্সোলোনার ফরোয়ার্ড মেসি করেন জোড়া গোল। অন্য গোলটি করেন মার্কোজ রোজো।

আর নাইজেরিয়ার হয়ে স্ট্রাইকার আহমেদ মূসাও জোড়া গোল করেন।

খেলা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্টিফেন কেশি বলেন, দুই বারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন দলে বেশ কিছু অসাধারণ খেলোয়াড় রয়েছে। এর মধ্যে মেসি হলো ভিনগ্রহ থেকে আসা খেলোয়াড়। তার ওপর ভিনগ্রহের ছায়া রয়েছে। যে কেউ চাইলেই এ ছায়া সরিয়ে নিতে পারবে না।

খেলার শুরুতে গোল করে ম্যাচে উত্তেজনা বাড়িয়ে দেন লিওনেল মেসি। এরপরই পাল্টা আক্রমণে গোল পরিশোধ করে খেলা আরো জমিয়ে দিলেন নাইজেরিয়ান স্ট্রাইকার আহমেদ মূসা।  

শেষ পর্যন্ত মেসি সঙ্গে পাল্লা দিয়ে নাইজেরিয়ার স্ট্রাইকার মূসা জোড়া গোল করলেও দলকে জয় এনে দিতে পানেনি। ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন আলেসান্দ্রো স্যাবেইয়ার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ০৫৩৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।