ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপে বৃহস্পতিবারের ৪ ম্যাচ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
বিশ্বকাপে বৃহস্পতিবারের ৪ ম্যাচ

ঢাকা: ব্রাজিল বিশ্বকাপের প্রথম পর্বের খেলা শেষ হতে চলেছে। বৃহস্পতিবার প্রথম পর্বের শেষ দিন অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ।



এদিন বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাসিলিয়া ও রেসিফে শহরে নিজেদের শেষ খেলায় মুখোমুখি হবে ঘানা-পর্তুগাল এবং জার্মানি-যুক্তরাষ্ট্র।

ব্রাসিলিয়ার স্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামের ম্যাচে এক পয়েন্ট করে পাওয়া ঘানা ও পর্তুগালকে নকআউট পর্বে যেতে জয়ের কোনো বিকল্প নেই।

রেসিফের অ্যারেনা পারনামবুকো স্টেডিয়ামে জার্মানি-যুক্তরাষ্ট্র ম্যাচে জার্মানি নির্ভার থাকলেও পরবর্তী রাউন্ডের জন্য যুক্তরাষ্ট্রেরও জয় ভিন্ন বিকল্প নেই।

দিনের অপর দুই ম্যাচে বাংলাদেশ সময় রাত ২টায় মুখোম‍ুখি হবে বেলজিয়াম-দক্ষিণ কোরিয়া এবং রাশিয়া-আলজেরিয়া।

সাল পাওলো শহরের অ্যারেনা ‍সাও পাওলো স্টেডিয়ামে গ্রুপের শীর্ষ দল বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে গ্রুপের তলানিতে থাকা দল দক্ষিণ কোরিয়া।

কিউরিতিবা শহরের অ্যারেনা দ্য বাইজাদা স্টেডিয়ামে অপর ম্যাচে মুখোমুখি হবে গ্রুপে দ্বিতীয় অবস্থানে থাকা আলজেরিয়া ও কোরিয়ার সাথে তলানিতে থাকা রাশিয়া।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।