ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আগুয়েরোর বিশ্বকাপ শেষ!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৪
আগুয়েরোর বিশ্বকাপ শেষ!

ঢাকা: বিশ্বকাপের নকআউটে পর্বে সুইজারল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে পাচ্ছে না শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা। এমনকি বিশ্বকাপ শেষ পর্যন্তও ম্যানচেস্টার সিটির এ তারকাকে মিস করতে পারে মেসিবাহিনী।



গ্রুপ পর্বে বুধবার নাইজেরিয়ার সঙ্গে নিজেদের শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই আহত হয়ে মাঠ ছাড়েন আগুয়েরো।

ম্যাচ শেষে কোচ আলেসান্দ্রো স্যাবেইয়ার পক্ষ থেকে বলা হয়, আগুয়েরো মাংসপেশীর সমস্যায় ভুগছেন।



বৃহস্পতিবার পর্যন্তও তারকা স্ট্রাইকারের স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে যাচ্ছিলেন আর্জেন্টাইন দলের চিকিৎসকরা।

তবে এরই মধ্যে স্থানীয় কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার ম্যাচে আগুয়েরোর বিশ্বকাপ শেষ হয়ে গেছে।

অবশ্য, এ প্রতিবেদন নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি আর্জেন্টাইন শিবির।

বলা হচ্ছে, আগুয়েরোকে চলতি বিশ্বকাপে আর না পেলে তার বাড়তি চাপ মেসির ওপর পড়তে পারে।

বাংলাদেশ সময়: ০৬০৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।