ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

ফুটবল

ভাগ্যের সহায়তায় জিতেছি: মেসি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জুলাই ২, ২০১৪
ভাগ্যের সহায়তায় জিতেছি: মেসি

ঢাকা: ভাগ্য সহায় ছিল বলে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিপক্ষে জিতেছে বলে মন্তব্য করেছেন অধিনায়ক লিওনেল মেসি।

ভাগ্যের জয়ের আগে আর্জেন্টিনা শুধু ‘ভুগছিল আর ভুগছিল’ বলেও জানান তিনি।



অতিরিক্ত সময় শেষের তিন মিনিট আগে মেসির পাস থেকে গোল করে দলকে শেষ আটে ভেড়ান ডি মারিয়া।

মেসি বলেন, সবার মতো আমিও অনেক ভীত ছিলাম। কারণ আমরা গোল করতে পারছিলাম না। আমরা জানতাম কোনো একটি ছোট ভুল আমাদের বাড়ির পথ দেখিয়ে দেবে। পেনাল্টি পর্যন্ত যেতে আমরা চাই নি, তার আগেই ম্যাচ শেষ করতে চেয়েছি।
QUIZ_July_02
এই বার্সা তারকা আরও বলেন, আমরা সবাই শুধু ভুগেছি আর ভুগেছি। এমন হবে ভেবে আমরা ম্যাচ শুরু করি নি। কিন্তু শেষে ভাগ্য আমাদের সহায় হয়েছে এবং আমরা সুবিধা পেয়েছি।

চার ম্যাচের চারটিতেই ম্যাচ সেরা মেসি বলেন, আমরা জানতাম সব ম্যাচ হবে সমানে সমান লড়াই। আর এর মধ্যদিয়েই আমাদের জিততে হবে। বড় দলগুলো বিদায় নিক এটা কেউই চায় না। তবে বিশ্বকাপে কোনো প্রতিপক্ষই সহজ নয়।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।