ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ফুটবল

গুরুতর আঘাত পেয়েছেন নেইমার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
গুরুতর আঘাত পেয়েছেন নেইমার

ঢাকা: কলম্বিয়ার খোলোয়াড়দের রোষানল থেকেও রেহাই পাননি ব্রাজিল ফুটবল দলের পোস্টারবয় নেইমার। শুক্রবারের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের খেলার চেয়ে নেইমারকেই বেশি আঘাত করতে দেখা যায়।



তবে, ম্যাচের শেষ দিকে কলম্বিয়ান ডিফেন্ডার জোয়ান জুনিগা ব্রাজিলিয়ান স্টার নেইমারের হাঁটুতে সজোরে ‍আঘাত করলে তাৎক্ষণিকভাবে স্ট্রেচারে শুয়ে মাঠই ছাড়তে হয় তাকে।

নেইমার কোমরেও গুরুতর আঘাত পান। স্ট্রেচারের মাধ্যমে দ্রুত নেইমারকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ড্রেসিং রুমে। এরপর অবস্থা গুরুতর মনে হলে সরাসরি তাকে হাসপাতাল স্থানান্তর করা হয়।

তবে নেইমারের অসুস্থতার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, ২৮ জুন নকআউট পর্বের ম্যাচে চিলির খেলোয়াড়দের পক্ষ থেকেও ব্যাপক আঘাত হজম করতে হয় নেইমারকে। সেই ম্যাচে অবস্থা নেইমার এমন আঘাত পান যে শুক্রবার কোয়ার্টার ফাইনালে তার খেলা নিয়ে সংশয় দেখা দেয়।

এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচে চার গোল করেছেন নেইমার। এছাড়া এক গোলে তার অবদান রয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৪৯ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।