ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ফুটবল

নেইমারের বিশ্বকাপ মিশন শেষ (ভিডিও)

বিশ্বকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
নেইমারের বিশ্বকাপ মিশন শেষ (ভিডিও)




ঢাকা:
পিঠে গুরুতর আঘাত পেয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ফিফা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।



শুক্রবার কলম্বিয়ার সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলার সময় পিঠে আঘাত পান তিনি। এরপরই তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।


নেইমার মেরুদণ্ডের কশেরুকায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।


তবে নেইমারের আঘাত অস্ত্রোপচার করার মতো গুরুতর নয়।

তিনি জানান, নেইমার আপাতত নড়াচড়া করতে পারবেন না। নেইমারের সুস্থ হয়ে উঠতে কমপক্ষে কয়েক সপ্তাহ সময় লাগবে।

লাসমার বলেন, দুর্ভাগ্যবশত, নেইমার বিশ্বকাপের এই আসরে আর খেলতে পারবেন না।

এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রউসেফ এক টুইট বার্তায় নেইমারের অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করে বলেছেন, অন্যসব ব্রাজিলিয়ানের মতো আমিও নেইমারের সুস্থতা কামনা করছি।

অন্যদিকে, অসুস্থতাজনিত কারণে বিশ্বকাপে নেইমারের শূন্যতা ভাবিয়ে তুলেছে তার সহকর্মীদের। এদের মধ্যে হল্ক বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। এমনটা কেউই আশা করেনি।

বাংলাদেশ সময়:  ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।