ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ফুটবল

নেদারল্যান্ড-কোস্টারিকা কোয়ার্টার ফাইনাল একাদশ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
নেদারল্যান্ড-কোস্টারিকা কোয়ার্টার ফাইনাল একাদশ

কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডের মুখোমুখি হচ্ছে এ আসরে ইতিহাস গড়া দল কোস্টারিকা।

রোববার দিবাগত রাত ২টায় ব্রাজিলের সেলভাদরে মুখোমুখি হচ্ছে দু’দল।



হল্যান্ড (নেদারল্যান্ডস)
জেসপার সিলেসেন (১), রন ভলার (২), স্টেফেন ডি ভরিজ (৩), ব্রুনো মার্টিন্স ইন্ডি (৪), ড্যালে ব্লিন্ড (৫),
ওয়েসলি স্নেইডার (১০), অ্যারিয়েন রোবেন (১১), রবিন ভ্যান পর্সি (৯), ডির্ক কুয়েট (১৫), জেওরজিনিও
উইজনালডাম (২০), মেমফিস (২১)।

কোচ: লুইস ভ্যান গাল (নেদারল্যান্ডস)

কোস্টারিকা
দল : কেইলর নাভাস (১), জনি অ্যাকস্টা (২), গিয়ানকার্লো গনজালেজ (৩), মাইকেল উমানা (৪), ক্রিস্টিয়ান বোলানস (৭), জোয়েল ক্যাম্পবেল (৯), রায়ান রুইজ (১০), ক্রিস্টিয়ান গামবোয়া (১৬), ইয়েলেতসিন তেজেদা (১৭), জুনিয়র দিয়াজ (১৫)।

কোচ: পিন্টো জর্জ লুইস (কলম্বিয়া)।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।