ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভ্লারের নেয়া পেনাল্টি শটটি কি গোল নয়! (ভিডিও সহ)

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪
ভ্লারের নেয়া পেনাল্টি শটটি কি গোল নয়! (ভিডিও সহ)

ঢাকা: বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনার কাছে ৪-২ ব্যাবধানে হেরে যায় নেদারল্যান্ডস। বিতর্ক উঠেছে ডাচদের হয়ে নেয়া রন ভ্লারের পেনাল্টি শটটি নিয়ে।



ম্যাচের ১২০ মিনিট গোলশূন্য থাকার পর পেনাল্টি শুটআউটে ডাচদের হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপ ফাইনালে ওঠে আর্জেন্টিনা৷ বিতর্কের জন্ম দেয়া ভ্লারের নেয়া কিক’টির ভিডিও ফুটেজে দেখা যায়, আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো ভ্লারের শটটি রুখে দিয়ে আনন্দ প্রকাশ করছেন। কিন্তু তার রুখে দেয়া শটটি ঘুরে গিয়ে গোল লাইন স্পর্শ করে৷ কিন্তু এর আগে ফিরতি বলটি ভ্লারের কাঁধে লেগেছিল কি না, তা স্পষ্ট নয়৷

ফিফা’র নিয়ম অনুযায়ী, কোনো পেনাল্টি (টাইব্রেকার) শট রুখে দেওয়ার পরও বল যদি গোলবারের লাইন অতিক্রম করে তবে সেটি গোল বলে বিবেচিত হবে। কিন্তু বলটি রুখে দেবার পর যদি কোনো খেলোয়াড়ের শরীর স্পর্শ করে তা গোলবারের লাইন অতিক্রম করে, তবে সেটি গোল বলে বিবেচিত হবে না।

ভ্লারের নেওয়া সেই শটটি গোল হয়েছে কি না দেখতে নিচের লিঙ্কগুলোতে ক্লিক করুন:

https://vine.co/v/MxBLtbXX5P0




বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১১ জুলাই ২০১৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।