ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর ২ গোলেই নতুন রেকর্ড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪
আর ২ গোলেই নতুন রেকর্ড ছবি: সংগৃহীত

ঢাকা: আর মাত্র এক ম্যাচ বাকি। রোববার রাতে আর্জেন্টিনা ও জার্মানির মধ্যকার ফাইনালের লড়াইয়ের মাধ্যমে এবারের বিশ্বকাপের জমজমাট লড়াই শেষ হচ্ছে।

এ ম্যাচে মাত্র দু’টি গোল হলেই বিশ্বকাপের কোনো আসরে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়বে এবারের আসর।  

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচসহ ৬৩ খেলায় মোট গোল হয় ১৭০টি। গড়ে ২.৬৯ গোল। গ্রুপ পর্বে গোল উৎসবের বন্যা দেখা গেলেও নকআউটে এবং পরবর্তী রাউন্ডগুলোতে গোল উদযাপনের হার কিছুটা কমে যায়, তবে ব্রাজিল-জার্মানি সেমিফাইনাল এবং সর্বশেষ শনিবার রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের জালে তিনবার বল জড়ানোর পর গোলের নতুন রেকর্ডের আভাস স্পষ্ট হয়।

তিনবারের চ্যাম্পিয়ন জার্মানির কাছে ব্রাজিলের সাত গোল হজম করার সেমিফাইনাল বিশ্বকাপের এবারের আসরে সর্বাধিক গোলের ম্যাচ।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৭১টি গোল হয়েছিল ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। বিশ্বকাপের কোনো আসরে সর্বাধিক গোলের ওই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে দরকার আর মাত্র ২টি গোল। তবে তার আগে একটি গোল উদযাপিত হলেই সে রেকর্ড ছুঁয়ে দেবে।

বিশ্বকাপের বিংশ আসরে দ্বিতীয় সর্বাধিক গোলের ম্যাচ অনুষ্ঠিত হয় ফ্রান্স-সুইজারল্যান্ড’র মধ্যে। ২০ জুনের ওই ম্যাচে গোল হয় ৭টি।

গ্রুপ পর্বে ১৩ জুন স্পেন-নেদারল্যান্ড ম্যাচে গোল হয় ৬টি। পরবর্তীতে ২২ জুন দক্ষিণ কোরিয়া-আলজেরিয়া ম্যাচেও হয় ৬ গোল।

২৩ জুন ব্রাজিল-ক্যামেরুন ম্যাচে, ২৪ জুন জাপান-কলম্বিয়া ম্যাচে, ২৫ জুন আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে এবং ১৮ জুন অস্ট্রেলিয়া-নেদারল্যান্ড ম্যাচে গোল হয় ৫টি।

নকআউট পর্বে নেদারল্যান্ডস-মেক্সিকো, জার্মানি-আলজেরিয়া ও বেলজিয়াম-যুক্তরাষ্ট্র ম্যাচে সর্বাধিক তিনটি করে গোল হয়।

আর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জার্মানি একমাত্র গোলে জয় পেলেও ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে গোল হয় তিনটি।

বিশ্বকাপের এবারের আসরে সর্বোচ্চ ছয়টি গোল করে গোল্ডেন বুট জেতার দৌঁড়ে এগিয়ে রয়েছেন কলম্বিয়ান স্ট্রাইকার হামেস রদ্রিগেজ। তার পিছু পিছু রয়েছেন পাঁচ গোল করে জার্মান স্ট্রাইকার থমাস মুলার, চার গোল করে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।