ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

ফুটবল

প্রীতি ম্যাচকে সামনে রেখে স্পেনের অনুশীলন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
প্রীতি ম্যাচকে সামনে রেখে স্পেনের অনুশীলন ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ স্পেন। এরই ধারাবাহিকতায় কোচ দেল বস্কের অধীনে কঠোর অনুশীলন করে যাচ্ছেন জেরার্ড পিকে, সার্জিও রামোস, পেদ্রোরা।

এ সপ্তাহের শেষ দিকে ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে স্পেন।

ইউরোতে স্পেন টানা দুইবারের চ্যাম্পিয়ন। ২০০৮ সালে জার্মানকে ১-০ গোলে ও ২০১২ সালে ইতালিকে ৪-০ গোলে হারিয়ে শিরোপার স্বাদ পায় লা রোজারা। এবারে ইউরো ২০১৬ আয়োজন করছে ফ্রান্স।

২৫ সদস্যের এ দলে থাকছেন ইকার ক্যাসিয়াস, জেরার্ড পিকে, হুয়ান মাতা, সেস ফেব্রেগাসের মতো তারকারা। তবে দলে নেই আন্দ্রেস ইনিয়েস্তা ও দিয়েগো কস্তা।

গোলরক্ষক: ইকার ক্যাসিয়াস (পোর্তো), ডেভিড ডি গিয়া (ম্যানইউ), সার্জিও রিকো (সেভিয়া)।

রক্ষণভাগ: জর্দি আলবা, জেরার্ড পিকে, মার্ক বাত্রা (বার্সেলোনা), সার্জিও রামোস, নাচো (রিয়াল মাদ্রিদ), সেজার আজপিলিচুয়েতা (চেলসি), হুয়ানফ্রান (অ্যাটলেটিকো মাদ্রিদ), মারিও গ্যাসপার (ভিয়ারিয়াল)।

মাঝমাঠ: সার্জিও বুসকেটস, সার্জি রবার্তো (বার্সেলোনা), ডেভিড সিলভা (ম্যানচেস্টার সিটি), মাইকেল সান হোসে (অ্যাথলেটিক বিলবাও), কোকে (অ্যাটলেটিকো মাদ্রিদ), সেস ফেব্রেগাস (চেলসি), থিয়াগো আলকান্ত্রা (বায়ার্ন মিউনিখ), ইসকো (রিয়াল মাদ্রিদ), হুয়ান মাতা (ম্যানচেস্টার ইউনাইটেড)।

আক্রমণভাগ: পেদ্রো রদ্রিগেজ (চেলসি), আলভারো মোরাতা (জুভেন্টাস), আরতিজ আদুরিজ (অ্যাথলেটিক বিলবাও), প্যাকো আলসাসের (ভ্যালেন্সিয়া), নোলিতো (সেল্টা ভিগো)।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।