ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি ফিরলেও নেই ‘বিস্ময়বালক’ দিবালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
মেসি ফিরলেও নেই ‘বিস্ময়বালক’ দিবালা ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টিনা দলে লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে ২২ বছর বয়সী পাওলো দিবালাকে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলির মুখোমুখি হচ্ছে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

তবে, ইনজুরির কারণে ম্যাচের ঠিক আগ মুহূর্তে ছিটকে পড়লেন আর্জেন্টাইন ফুটবলের ‘বিস্ময়বালক’ পাওলো দিবালা।

তবে, আর্জেন্টিনার জন্য ‍সুখবর, দলে ফিরেছেন লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরো।

শুক্রবার (২৫ মার্চ) স্বাগতিক চিলির বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। পাঁচদিন পর (৩০ মার্চ) একই সময়ে ঘরের মাঠে বলিভিয়াকে অাতিথ্য দেবে আর্জেন্টিনা।

ডান পায়ের পেশীর ইনজুরিতে চিলি এবং বলিভিয়া ম্যাচে জুভেন্টাসের উঠতি তারকা দিবালাকে মাঠে পাচ্ছেন না আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো। ২২ বছর বয়সী দিবালার প্রসঙ্গে মার্টিনো জানান, তার ইনজুরিতে ছিটকে পড়াটা অপ্রত্যাশিত ছিলনা। জুভেন্টাসের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই তাকে মাঠে নামাবো না। জুভিরা তাকে আর্জেন্টিনায় পাঠিয়েছিল জাতীয় দলের হয়ে খেলার সুযোগ করে দিয়ে। তবে, ম্যাচ খেলার মতো সে শতভাগ ফিট না। এ কারণে তাকে আবারো পুনর্বাসন প্রক্রিয়ার জন্য জুভেন্টাসে চিকিৎসক দলের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। পরের দুটি ম্যাচে তাকে স্কোয়াডের বাইরে থাকতে হবে।

ইতালিয়ান জায়ান্ট জুভিদের হয়ে এ মৌসুমে দুর্দান্ত খেলা দিবালা সিরি আ’তে ১৪ গোল করেছেন। জাতীয় দলের হয়ে এর আগে মেসির ইনজুরিতে সুযোগ পেয়ে খেলেছেন তিনটি ম্যাচ। মার্টিনো দিবালার পরিবর্তে স্কোয়াডে নতুন কোনো খেলোয়াড়কে ডাকেননি।

মার্টিনো আরও যোগ করেন, আমরা খুব কঠিন সমীকরণের মধ্যদিয়ে চিলি এবং বলিভিয়ার মুখোমুখি হতে যাচ্ছি। তাই আমার শিষ্যদের ইনজুরি থাকলে তাকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চাইনা। পরের দুটি ম্যাচে আমাদের টার্গেট পূর্ণ ছয় পয়েন্ট। দলের যারা স্কোয়াডে রয়েছে, তাদের উপর আমার পূর্ণ আস্থা আছে। তাই দিবালার পরিবর্তে নতুন কাউকে যোগ করছিনা। আশা করি সে খুব শিগগিরই জাতীয় দলে ফিরবে এবং পরবর্তী ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত রাখবে।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে থাকা চিলির পরেই আর্জেন্টিনার অবস্থান। চার ম্যাচ শেষে চিলির সংগ্রহ দুই জয়, এক ড্র ও এক পরাজয়ে ৭ পয়েন্ট। শতভাগ জয়ে শীর্ষে ইকুয়েডর। ৯ পয়েন্টে দুইয়ে উরুগুয়ে ও সাত পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।