ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশকে উড়িয়ে দিল জর্ডান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশকে উড়িয়ে দিল জর্ডান ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের এবারের পরাজয়টা সবচেয়ে বড় পরাজয়। জর্ডানের বিপক্ষে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে গঞ্জালো সানচেজ মরেনোর শিষ্যরা।

এর আগে বিশ্বকাপ বাছাইপর্বে ১৯৯৩ সালে জাপানের কাছে আট গোলে হেরেছিল বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ আম্মান ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জর্ডানের মুখোমুখি হয়। এর আগে গত ৮ সেপ্টেম্বর ঢাকায় প্রথম ম্যাচে জর্ডান জিতেছিল ৪-০ গোলে।

রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের এই ম্যাচে স্বাগতিকদের কাছে প্রথমার্ধেই পাঁচ গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে জর্ডান আরও তিন গোল করলে বাছাইয়ে সপ্তম হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধে ৭, ২৩, ৩০, ৩২ ও ৪০ মিনিটে এবং দ্বিতীয়ার্ধে ৬৩, ৮২ ও ৯৩ মিনিটে গোল করে জর্ডান।

এর আগে অস্ট্রেলিয়া ও তাজিকিস্তানের মাঠে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে, হোম ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে ড্র করে পাওয়া এক পয়েন্ট নিয়েই বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।