ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

স্পেন স্কোয়াড থেকে ছিটকে গেলেন রামোস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
স্পেন স্কোয়াড থেকে ছিটকে গেলেন রামোস ছবি: সংগৃহীত

ঢাকা: কাঁধের ইনজুরির কারণে স্পেন স্কোয়াড থেকে ছিটকে গেলেন সার্জিও রামোস। ফলে রোমানিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না অভিজ্ঞ এ ডিফেন্ডারের।



বৃহস্পতিবার ইতালির বিপক্ষে স্পেনের ১-১ গোলে ড্রয়ের ম্যাচে মাঠে ছিলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক। তবে ইনজুরির কারণে ম্যাচের প্রথমার্ধের পর মাঠ থেকে উঠে যান তিনি।

স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার (২৫ মার্চ) দলের অনুশীলন চলাকালীন ইনজুরির কারণে নিজেকে প্রত্যাহার করে নেন রামোস। এর আগে একই কারণে তাকে ইতালির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের পর মাঠ থেকে তুলে নেওয়া হয়।

আগামী রোববার (২৭ মার্চ) ক্লুজে রোমানিয়ার বিপক্ষে মাঠে নামবে দেল বস্কের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।