ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

ফুটবল

ফন গালের চোখে রুনি’ই সেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
ফন গালের চোখে রুনি’ই সেরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আর কেউ নয়, ওয়েন রুনিই এই মুহুর্তে ইংল্যান্ডের সেরা স্ট্রাইকার বলে বিশ্বাস করেন ম্যানইউ’র ডাচ কোচ লুইস ফন গাল। একই সঙ্গে তিনি এও বিশ্বাস করেন যে, ২২ গোল করে টটেনহামের হ্যারি ক্যান শীর্ষে ও ১৯ গোলে লিচেস্টার সিটির জ্যামি ভার্ডি ইংলিশ লিগের এই মৌসুমে দ্বিতীয় অবস্থানে থাকলেও হাঁটুর ইনজুরির কারণে কিছুদিন সাইড বেঞ্চে বসে থাকা রুনি’ই সব চাইতে উজ্জ্বল।


 
শনিবার (৯ এপ্রিল) নিজ দলের এই সেরা স্ট্রাইকার সম্পর্কে বলতে গিয়ে ফন গাল আরও বলেন, ‘একজন খেলোয়াড়কে সেরা স্ট্রাইকার হিসেবে নির্বাচিত করার কাজটি এত সহজ নয়। সিদ্ধান্তটি দু’একটি ম্যাচ না দেখে অবশ্যই অতীত রেকর্ড দেখে দিতে হবে। ’

একথা সত্য যে  প্রিমিয়ার লিগের এই মৌসুমে টটেনহাম স্ট্রাইকার হ্যারি ক্যান শীর্ষে আছেন তারপরেও রুনিকেও সেরা মানছেন এই রেড ডেভিল বস। আর তাকে সেরা মেনেই এদিন গণমাধ্যমকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন,‘ হ্যারি ক্যান এই পর্যন্ত ক’টা গোল জালে জড়িয়েছে? এত স্বল্প সময়ে আপনারা কীভাবে সেরা নির্বাচিত করতে পারেন? তাছাড়া আমি অন্ত:ত মনে করতে পারিনা যে ও শেষ  কবে আমাদের বিপক্ষে গোল করেছিলো। ’
 
হোয়াইট  হার্টলেনে এ সপ্তাহের শেষে হটস্পারদের মুখোমুখি হবে রেড ডেভিলরা।
 
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘন্টা, ০৯ এপ্রিল, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।