ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ছিটকে পড়লেন ব্রাজিলিয়ান রাফিনহা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
ছিটকে পড়লেন ব্রাজিলিয়ান রাফিনহা ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে আবারো দলের বাইরে ছিটকে পড়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার রাফিনহা। প্রায় সাত মাস ইনজুরির সঙ্গে যুদ্ধ করে সম্প্রতি দলে ফেরা রাফিনহার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

 

হাঁটুর ইনজুরি কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচে বার্সার হয়ে মাঠে নেমেছিলেন রাফিনহা। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথম লেগে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে খেলার ৬৩ মিনিটের মাথায় ইভান রেকিটিচের বদলি হিসেবে মাঠে নামেন এই ব্রাজিল তারকা।

প্রথম লেগে খেলতে পারলেও আবারো ইনজুরিতে পড়ায় আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত দ্বিতীয় লেগের ম্যাচ থেকে ছিটকে পড়েছেন রাফিনহা। ভিসেন্তে দেল কালদেরনে অ্যাতলেতিকোর বিপক্ষে ফিরতি লেগে মাঠে নামবে ২-১ গোলের অ্যাগ্রিগেটে এগিয়ে থাকা মেসি-নেইমার-সুয়ারেজ-ইনিয়েস্তা-পিকেদের বার্সা।

লা লিগার পরের ম্যাচেও রাফিনহাকে সাইডলাইনে বসে থাকতে হতে পারে বলে জানায় বার্সা কর্তৃপক্ষ। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সবশেষ লা লিগার ম্যাচে হেরে বসা বার্সার পরের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।