ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নাটকীয় জয়ে সেমিতে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
নাটকীয় জয়ে সেমিতে লিভারপুল ছবি: সংগৃহীত

ঢাকা: অন্তিম মুহূর্তে ডেজান লোভরেনের গোলে ইউরোপা লিগের সেমিফাইনালে নাম লেখালো লিভারপুল। শেষ চারে উঠার এতো কাছে এসেও স্বপ্নভঙ্গের হতাশায় ডোবে বুরুশিয়া ডর্টমুন্ড।

গোল উৎসবের ম্যাচে ৪-৩ গোলের শ্বাসরুদ্ধকর জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেডসরা। এ ম্যাচের মধ্য দিয়ে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে স্মরণীয় এক জয় পান সাবেক ডর্টমুন্ড কোচ ইয়োর্গেন ক্লপ।

 


কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি ড্র হলেই অ্যাওয়ে গোলের সুবাদে সেমিতে উঠে যেত ডর্টমুন্ড। কিন্তু শেষ পর্যন্ত ৫-৪ অ্যাগ্রিগেটে শেষ হাসি হাসল লিভারপুলই। এর আগে ডর্টমুন্ডের মাঠে প্রথম লেগের খেলা ১-১ সমতায় নিষ্পত্তি হয়।

 

অ্যানফিল্ডে ৫ মিনিটেই বুরুশিয়াকে লিড এনে দেন আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরিখ এমখিতারিয়ান। চার মিনিট না যেতেই ব্যবধান দ্বিগুন করেন দুর্দান্ত ফর্মে থাকা ফরোয়ার্ড পিয়েরে এমেরিক উবামেয়াং। দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক লিভারপুল।

দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটের মাথায় অল রেডসদের ম্যাচে ফেরান বেলজিয়ান ফরোয়ার্ড ডিভোক অরিগি। কিন্তু ৫৭ মিনিটে জার্মান তারকা মার্কো রিউসের গোলে রীতিমতো দুঃস্বপ্ন উপহার পায় স্বাগতিকরা। তবে এর ৯ মিনিট পরেই আরেকটি গোল পরিশোধ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহো।

ম্যাচের ৭৭ মিনিটে লিভারপুলকে সমতায় (৩-৩) ফেরান ফ্রেঞ্চ ডিফেন্ডার মামাডো সাকো। খেলা যখন শেষের দিকে তখন পুরো গ্যালারি জুড়েই স্বাগতিক দর্শকদের মাঝে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করে। ম্যাচ ড্র হলেই যে আসর থেকে বিদায় নেবে ইংলিশ জায়ান্টরা।

তবে ভক্ত-সমর্থকদের হতাশ করেনি লিভারপুল। ইনজুরি সময়ের প্রথম মিনিটেই গোটা অ্যানফিল্ডকে উল্লাসে ভাসান ডেজান লোভরেন। অন্তিম মুহূর্তে জেমস মিলনারের ক্রসে দুর্দান্ত হেডে ডর্টমুন্ডের জালে বল জড়ান এ ক্রোয়েশিয়ান ডিফেন্ডার।

এদিকে, অ্যাথলেতিক বিলবাওয়ে পেনাল্টি শুটআউটে হারিয়ে শেষ চারের টিকিট হাতে পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেভিয়া। প্রথম লেগে ২-১ গোলে জয়ের পর নিজেদের মাঠে সেভিয়া সমান ব্যবধানে হেরে গেলে টাইব্রেকারে ম্যাচের নিষ্পতি ঘটে। অন্যদিকে, পর্তুগিজ ক্লাব ব্রাগাকে ৪-০ (৬-১ অ্যাগ্রিগেট) উড়িয়ে ইউক্রেনের শাখতার দোনেস্ক ও চেক প্রজাতন্ত্রের স্পার্তা প্রাগকে ৪-২ ব্যবধানে (৬-৩ অ্যাগ্রগেট) হারিয়ে সেমি নিশ্চিত করে আরেক স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।