ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এক ম্যাচের কোচ মরিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এক ম্যাচের কোচ মরিনহো ছবি:সংগৃহীত

ঢাকা: কোচ হিসেবে আবারও মাঠে ফিরছেন হোসে মরিনহো। তবে হাইপ্রোফাইল এ কোচ মাত্র এক ম্যাচের জন্যই মাঠে নামবেন।

একটি চ্যারিটি ম্যাচে বিশ্ব একাদশের বিপক্ষে ইংল্যান্ড বস হিসেবেই মাঠে থাকবেন এই পর্তুগিজ।

সকার এইড নামের ম্যাচটিতে কোচ হওয়ার ব্যাপারে সাবেক চেলসি বসকে নিশ্চিত করা হয়েছে। আর এ ম্যাচে মরিনহোর সহোযোগী হিসেবে থাকবেন সান্ডারল্যান্ডের কোচ স্যাম অ্যালারডাইস ও ইংলিশ সঙ্গীত শিল্পি রবি উইলিয়ামস।

এদিকে বিশ্ব একাদশের কোচ হিসেবে থাকবেন ক্লাউদিও রানেইরি। তিনি বর্তমানে লিচেস্টার সিটির কোচ হিসেবে নিযুক্ত রয়েছেন। যার হাত ধরে প্রথমবারের মতো শিরোপা জিততে যাচ্ছে ফক্স খ্যাত দলটি।

মরিনহোর দলে থাকতে পারেন লুইস টমলিনসন, ওলে মুরস, জ্যাক হোয়াইটহল ও জন বিশপ। আর বিশ্ব একাদশে গরডন রাম্পসি ও মাইকেল শেনরা থাকতে পারেন। ম্যাচটি ওল্ড ট্রাফোডে অনুষ্ঠিত হবে। গতবার ইউনিসেফের জন্য খেলা ম্যাচটিতে ১৭ মিলিয়ন পাউন্ড উঠেছিলো। সেবার বিশ্ব একাদশ চ্যাম্পিয়ন হয়। আর সে দলের কোচ ছিলেন মরিনহো।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।