ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শেষ চারের আশা বাঁচালো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
শেষ চারের আশা বাঁচালো ম্যানইউ

ঢাকা: ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে জিতে এবারের আসরের এখন পর্যন্ত শেষ চারের আশা বাঁচালো ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে একটি গোল করেন মাত্তেও ডারমিয়ান।

তবে ড্যামিয়েন ডেলানির আত্মঘাতি গোল আগেই লিড নেয় লুইস ফন গালের শিষ্যরা।

বুধবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে ক্রিস্টালকে আতিথিয়েতা জানায় ম্যানইউ। আর ম্যাচের শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক খেল বিপক্ষকে চাপে রাখে স্বাগতিকরা। এরই ফলে মাত্র চার মিনিটেই ডেলানির গোলে লিড পায় দলটি। কিন্তু বিরতির আগে আর কোন গোল পায়নি রেড ডেভিলসরা।

বিরতির পর অবশ্য লিড বাড়াতে বেশি সময় নেয়নি ম্যানইউ। ম্যাচের ৫৫ মিনিটে ডারমিয়ান গোল করলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ওয়েন রুনিরা।

এ জয়ের ফলে ৩৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচেই রইল ম্যানইউ। আর এক ম্যাচ কম খেলা আর্সেনালের পয়েন্ট ৬০ ও রয়েছে চারে। অন্যদিকে ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।