ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভায়েকানো’কে হারালো রিয়াল‍

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
ভায়েকানো’কে হারালো রিয়াল‍ ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়ালের ওয়েলস মিডফিল্ডার গ্যারেথ বেল’র জোড়া গোল ও স্প্যানিশ মিডফিল্ডার লুকাস ভাসকেস’র অপর গোলে স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়েকানোকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থান সমুন্নত রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

 

 
৩৫ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৮১ আর রিয়ালের চাইতে এক ম্যাচ বেশি খেলে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নগর প্রতিদ্বন্দ্বি অ্যাতলেটিকো মাদ্রিদ।

আর সমান সংখ্যক ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চির প্রতিদ্বন্দ্বি বার্সেলোনা।
 
এরআগে শনিবার (২৩ এপ্রিল) ভায়েকানোর ঘরের মাঠ এসতাদিও দেল রায়ো ভায়েকানোতে শুরু থেকেই সফরকারী রিয়াল মাদ্রিদের উপর চড়াও হয় স্বাগতিক ভায়েকানো। প্রথমার্ধের ৭ মিনিটে আদ্রি এমবারবা রিয়াল জালে বল জড়িয়ে দলকে ১-০তে এগিয়ে দেন।
 
এর ঠিক ৭ মিনিট পর আবার রিয়াল সীমানায় আক্রমন চালিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভায়েকানোর ভেনিজুয়েলার স্ট্রাইকার নিকোলাস ফেদোর।
 
প্রথমার্ধের প্রথম ১৫ মিনিটের মধ্যে দুই গোল হজম করেও কিছুই এলোগোলোনা গ্যালাকটিকোদের। কেননা নিজেদের মাঠে রিয়ালের মত শক্ত প্রতিপক্ষের জালে বল জড়িয়ে যখন স্বাগতিকরা মানষিক তুষ্টিতে উতফুল্লিত তখন হঠাতই যেন কেমন অপ্রতিরোধ্য হয়ে উঠলো জিদানের শিষ্যরা।
 
প্রথমার্ধ শেষের ১০ মিনিট আগে তেমনই এক অপ্রতিরোধ্য গতিতে স্বাগতিকদের জালে বল জড়িয়ে ব্যবধান ২-১ এ কমান বেল।
 
এখানেই হোয়াইটদের শেষ নয়। দ্বিতীয়ার্ধে বেল’র পদাঙ্ক অনুসরণ করে ৫২ মিনিটে খেলায় সমতা ফেরান রিয়ালের স্প্যানিশ মিডফিল্ডার লুকাস ভাসকেস।

এরপর খেলা শেষের নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে আরেকবার স্বাগতিকদের জালে বল জড়িয়ে রিয়ালকে ৩-২ এর ব্যবধান এনে দিয়ে ভায়েকানোর হারের কফিনের শেষ পেরেকটি পুঁতে দেন গ্যারেথ বেল।
 
বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৬
এইচএল   

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।