ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টানা পঞ্চম শিরোপার দ্বারপ্রান্তে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
টানা পঞ্চম শিরোপার দ্বারপ্রান্তে জুভেন্টাস ছবি: সংগৃহীত

ঢাকা: ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে টানা পঞ্চম লিগ শিরোপা জেতার দ্বারপ্রান্তে জুভেন্টাস। শেষদিকে আলভারো মোরাতার জয়সূচক গোলের পর অন্তিম মুহূর্তে পেনাল্টি ঠেকিয়ে জুভিদের মূল্যবান তিনটি পয়েন্ট এনে দেন জিয়ানলুইজি বুফন।

এ নিয়ে নিজেদের শেষ ২৫টি লিগ ম্যাচের মধ্যে ২৪টিতেই জিতল জুভেন্টাস। বাকি ম্যাচটি ড্র হয়। সোমবারের (২৫ এপ্রিল সন্ধ্যা ৭টায়) ম্যাচে রোমার বিপক্ষে নাপোলি হোঁচট খেলেই জুভিদের ৩২তম লিগ ট্রফি নিশ্চিত হয়ে যাবে।  

ফিওরেন্তিনার মাঠে প্রথমার্ধের ৩৯ মিনিটে পল পগবার পাসে ভিজিটরদের লিড এনে দেন মারিও মান্দজুকিচ। নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে স্বাগতিকদের ম্যাচে ফেরান স্ট্রাইকার নিকোলা কালিনিক।

দুই মিনিট বাদেই জুভেন্টাসকে জয়সূচক গোল উপহার দেন বদলি হিসেবে নামা আলভারো মোরাতা। তবে নব্বই মিনিটের মাথায় পেনাল্টি পেয়েও সমতায় ফেরার মোক্ষম সুযোগ হাতছাড়া করে ফিওরেন্তিনা। ইতালিয়ান কিংবদন্তি বুফনের বিশ্বস্ত হাতে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

১২ পয়েন্টের লিড নেওয়া জুভিদের লিগ শিরোপা নিশ্চিতে আর মাত্র একটি পয়েন্ট প্রয়োজন। ৩৫ ম্যাচ শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সংগ্রহ ৮৫। এক ম্যাচ কম খেলা নাপোলি ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। সমান ম্যাচে ৬৮ পয়েন্টে তিনে রোমা।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।