ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সিমিওনের আপিল খারিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
সিমিওনের আপিল খারিজ ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাতলেতিকো মাদ্রিদের মৌসুমের শেষ তিনটি ম্যাচ গ্যালারিতে বসেই দেখতে হবে কোচ দিয়েগো সিমিওনকে। লা লিগায় তার বিরুদ্ধে তিন ম্যাচের টাচলাইন নিষেধাজ্ঞা বহাল রেখেছে আপিল কমিটি।

মালাগার বিপক্ষে নিজেদের শেষ লিগ ম্যাচটিতে টেকনিক্যাল এরিয়া বা ডাগআউট থেকে বল ছুঁড়ে মেরে ভিজিটরদের কাউন্টার অ্যাটাকের প্রচেষ্টা বিনষ্ট করেন সিমিওন। তাৎক্ষণিকভাবে ম্যাচ রেফারি তাকে সাইডলাইন (টাচলাইন) থেকে বহিষ্কার করেন।  

পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশন সিমিওনের ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করে। আপিল করেও আর্জেন্টাইন কোচের শেষ রক্ষা হলো না! আপিল কমিটি পূর্ণ শাস্তিই বলাল রাখার ঘোষণা দিয়েছে।

২৩ এপ্রিলের ম্যাচটিতে আর্জেন্টাইন উদীয়মান স্ট্রাইকার অ্যাঞ্জেল কোরেয়ার একমাত্র গোলে ন্যূনতম ব্যবধানের (১-০) জয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেতিকো।

বার্সেলোনার সমান ৮২ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা দৌড়ে থাকা অ্যাতলেতিকোর জন্য সিমিওনের নিষেধাজ্ঞাটি বড় এক ধাক্কাই বটে। রায়ো ভায়োকানো (৩০ এপ্রিল), লেভান্তে (৮ মে) ও সেল্টা ভিগোর (১৫ মে) বিপক্ষে মৌসুমের তিনটি লিগ ম্যাচেই যে ডাগআউটে থাকতে পারছেন না সিমিওন।

তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিতের ম্যাচে টাচলাইনে দাঁড়িয়ে শিষ্যদের উৎসাহ দেওয়ার অপেক্ষায় সিমিওন। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আগামী ৩ মে (মঙ্গলবার) সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে অ্যাতলেতিকো। ভিসেন্তে কালদেরনে অনুষ্ঠিত প্রথম লেগ শেষে ১-০ তে পিছিয়ে জার্মান জায়ান্টরা।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
এমআরএম

** 
তিন ম্যাচ নিষিদ্ধ সিমিওন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।