ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাফুফে নির্বাচনে লড়ছেন যারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
বাফুফে নির্বাচনে লড়ছেন যারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: আগামীকাল (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন।   রাজধানীর রেডিসন ব্লু হোটেলে শনিবার দুপুর ২টায় শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন মেজবাহউদ্দিন আহমেদ। ভোটগ্রহণ শুরুর আগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাফুফের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

সভাপতি (০১), সহ-সভাপতি (০৪), সদস্য (১৫)- এ পদগুলোতে ফুটবল ফেডারেশনের নির্বাচনটি হবে। এবারের নির্বাচনে ফুটবল ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদ সিনিয়র সহ-সভাপতির জন্য কেউই লড়ছেন না। কেননা, গেল ২০ এপ্রিল ‘বাঁচাও ফুটবল’ পরিষদের সিনিয়র সহ-সভাপতির পদ থেকে শফিকুল ইসলাম টুটুল, মঞ্জুর কাদের চৌধুরি ও লোকমান হোসেন ভুঁইয়া মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় কাজী সালাহউদ্দিনের ‘সম্মিলিত পরিষদ’  থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতির পদ অক্ষুন্ন রাখেন গেলবারের নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

 

সভাপতি পদের জন্য লড়বেন বাফুফের বর্তমান সভাপতি, সম্মিলিত পরিষদের কাজী মো: সালাহউদ্দিন। তার প্রতিদ্বন্দ্বী বাঁচাও ফুটবল পরিষদের কামরুল আশরাফ খান পোটন।

স্বতন্ত্র থেকে পদটিতে প্রার্থী হিসেবে ছিলেন আরও দুজন; একজন গোলাম রব্বানি হেলাল আর অপরজন নুরুল ইসলাম নুরু। তবে গোলাম রব্বানি হেলাল ২৭ এপ্রিল সম্মিলিত পরিষদের সভাপতি প্রার্থী কাজী সালাহউদ্দিনকে সমর্থন দিয়েছেন আর নুরুল ইসলাম নুরু গেল ২৩ এপ্রিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবে উপস্থিত হয়ে সমর্থন দিয়েছেন ‘বাঁচাও ফুটবল’ পরিষদের সভাপতি প্রার্থী কামরুল আশরাফ খান পোটনকে।
 
প্যানেল: সম্মিলিত পরিষদ
১. কাজী সালাহউদ্দিন, সভাপতি (ব্যালট নং-২)
২.  আলহাজ্ব সামশুল হক চৌধুরী, এমপি, সহ-সভাপতি (ব্যালট নং-১)
৩. মহিউদ্দিন আহমেদ মহি, সহ-সভাপতি (ব্যালট নং- ২)
৪. কাজী নাবিল আহমেদ, এমপি, সহ-সভাপতি (ব্যালট নং- ৮)
৫. বাদল রায়, সহ-সভাপতি (ব্যালট নং-৯)
৬. হারুনুর রশীদ, সদস্য (ব্যালট নং-৩)
৭. আমিরুল ইসলাম বাবু, সদস্য (ব্যালট নং- ৪)
৮. জাকির হোসেন চৌধুরী, সদস্য (ব্যালট নং- ৮)
৯  আরিফ হোসেন মুন, সদস্য (ব্যালট নং-১১)
১০. মাহিউদ্দিন আহমেদ সেলিম, সদস্য (ব্যালট নং- ১২)
১১. তৌফিকুল ইসলাম তোফা, সদস্য (ব্যালট নং-১৪)
১২. ফজলুর রহমান বাবুল, সদস্য (ব্যালট নং-১৫)
১৩. শওকত আলী খান জাহাঙ্গীর, সদস্য (ব্যালট নং-১৭)
১৪. আব্দুর রহিম, সদস্য (ব্যালট নং- ১৮)
১৫. মাহফুজা আক্তার কিরণ, সদস্য (ব্যালট নং-২০)
১৬. ইলিয়াস হোসেন, সদস্য (ব্যালট নং- ২২)
১৭. সালেহ জামান সেলিম, সদস্য (ব্যালট নং- ২৩)
১৮. অমিত খান শুভ্র, সদস্য (ব্যালট নং- ২৬)
১৯. সত্যজিৎ দাস রুপু, সদস্য (ব্যালট নং-২৭)
২০. আলমগীর খান আলো, সদস্য (ব্যালট নং-২৯)

প্যানেল: বাঁচাও ফুটবল
১.  কামরুল আশরাফ খান পোটন (এমপি),  সভাপতি (ব্যালট নং-৩)
২. নজীব আহমেদ , সহ-সভাপতি (ব্যালট নং-৪)
৩. আশরাফ উদ্দিন আহমেদ,  সহ-সভাপতি (ব্যালট নং-৭)
৪. খুরশিদ আলম বাবুল, সহ-সভাপতি (ব্যালট নং-৫)
৫. একেএম মমিনুল হক, সহ-সভাপতি (ব্যালট নং-৬)
৬. মো: আব্দুল গাফফার, সদস্য (ব্যালটন নং-৩১)
৭. শেখ মোহাম্মদ আসলাম, সদস্য (ব্যালট নং-৯)
৮. মোহাম্মদ কায়সার হামিদ, সদস্য (ব্যালট নং-১০)
৯. রুম্মান বিন ওয়ালী সাব্বির, সদস্য (ব্যালট নং-২৪)
১০. কামরুন নাহার ডানা, সদস্য (ব্যালট নং- ২৮)
১১. আবু হাসান চৌধুরী, সদস্য (ব্যালট নং-৫)
১২.  একেএম নওশেরুজ্জামান, সদস্য (ব্যালটন নং-১)
১৩. টিপু সুলতান, সদস্য (ব্যালট নং- ৩২)
১৪. আজফার-উজ- জামান খান, সদস্য (ব্যালট নং-৭)
১৫. মোহাম্মদ ইকবাল, সদস্য (ব্যালট নং- ২৫)
১৬ . হাসানুজ্জামান খান বাবলু,   সদস্য (ব্যালট নং-৬)
১৭. সাইফুর রহমান মনি, সদস্য (ব্যালট নং- ২)
১৮. ইমতিয়াজ সুলতান জনি, সদস্য (ব্যালট নং-১৩)
১৯. বিজন বড়ুয়া, সদস্য (ব্যালট নং-২১)

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।