ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর ২০০ গোলের মাইলফলক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, মে ৯, ২০১৬
রোনালদোর ২০০ গোলের মাইলফলক ক্রিস্টিয়ানো রোনালদো-ছবি:সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সর্বশেষ ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে ২০০তম গোলের মাইলফলক উদযাপন করলেন পর্তুগিজ অধিনায়ক।

লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের ৩-২ গোলে জয়ে রাতে এ রেকর্ড গড়েন তিনি।

রিয়ালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো লস চে’র বিপক্ষে জোড়া গোল করেন। ফলে বর্তমানে ঘরের মাঠে তার গোল সংখ্যা ২০১। ১৭১টি ম্যাচে তিনি এই কীর্তি গড়েন। যেখানে তার ম্যাচ প্রতি গোলের গড় ১.১৬।

এর আগে ২০০৯ সালে রিয়ালের হয়ে অভিষেক ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে পেনাল্টি থেকে বার্নাব্যুতে নিজের প্রথম গোল করেন সিআর সেভেন। ঘরের মাঠে তার লিগ গোলের সংখ্যা ১৪৯টি। চ্যাম্পিয়নস লিগে ৪০টি। কোপা দেল রে’তে ১০টি ও স্প্যানিশ সুপার কাপে একটি।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ০৯ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।